২১ নভেম্বর সাংহাইয়ের লেখক সমিতির অষ্টম কংগ্রেস সূত্রে জানা গেছে , চীনের বিখ্যাত লেখক পা চিংয়ের স্মৃতিভবন কিছু দিনের মধ্যে দর্শকদের কাছে উন্মুক্ত হবে । লেখক পা চিন বিংশ শতাব্দীতে দেশবিদেশে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিলেন । ১৯২৩ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি সাংহাইয়ে বাস করেন । ২০০৫ সালের ১৭ অক্টোবর তিনি সাংহাইয়ে মৃত্যুবরণ করেন , মৃত্যুর সময় তার বয়স ছিল ১০১ বছর ।
সাংহাই লেখক সমিতির ভাইস চেয়ারম্যান সুন ইয়োন জানিয়েছেন , পা চিং স্মৃতি ভবন পা চিংয়ের তথ্য সংগ্রহ কেন্দ্র ও পা চিংয়ের রচনা গবেষণা কেন্দ্র হবে । এ স্মৃতি ভবনে পা চিংয়ের রচনাবলী , তার অনুদিত রচনাগুলো ও সম্পাদিত বইপত্র, হাতের লেখা , চিঠিপত্র ও ছবিগুলো সংরক্ষিত রয়েছে ।
**সাংহাইয়ে ইস্পাত খোদাই শিল্প উত্সব আয়োজিত
সম্প্রতি সাংহাইয়ের পাও সান অঞ্চলে প্রথম সাংহাই আন্তর্জাতিক ইসপাত খোদাই উত্সব আয়োজিত হয়েছে । চীনের বৃহত্ লৌহ ইসপাত শিল্পপ্রতিষ্ঠান পাও কান সাংহাইয়ের পাও সান অঞ্চলে অবস্থিত । আট দিন স্থায়ী এ ইসপাত খোদাই উত্সবে বিশ্বের এক শ'র বেশি শিল্পীর ১৭০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে । উত্সব চলাকালে প্রদর্শনী ছাড়া শিল্পকর্ম নিলাম ও ইসপাত খোদাই ফোরাম অনুষ্ঠিত হয়েছে ।
ইসপাত খোদাই শিল্পীরা জানিয়েছেন , ইস্পাত খোদাই শিল্পের প্রসার একটি দেশের শিল্পায়নের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীনের ইস্পাত খোদাই শিল্প প্রাথমিক পর্যায়ে রয়েছে । তবে এ শিল্প প্রসারের প্রবণতা সুস্পষ্ট । গত পাঁচ বছরে চীনে উত্কৃষ্ট ইস্পাত খোদাই কর্মের সংখ্যা প্রায় দ্বিগুন বেড়েছে ।
**বিখ্যাত ব্যালে নৃত্যনাট্য ' সিদেরেলা ' পেইচিংয়ে মঞ্চস্থ
নিউজিল্যান্ডের রাজকীয় ব্যালে নৃত্য দলের ব্যালে নৃত্যনাট্য ' সিদেরেলা ' ২৩ নভেম্বর পেইচিংয়ে দেখানো হয়েছে । এবার মঞ্চস্থ সিদেরেলার কাহিনীতে কাহিনীর মূল বিষয় বজায় রাখার পাশাপাশি কিছু নতুন বিষয়ও যোগ দেয়া হয়েছে । এ ব্যালে নৃত্য দলের অভিনয়মঞ্চের দৃশপট অত্যন্ত সুন্দর। বিশেষ করে সিদেরেলার স্বপ্নের বিশ্ব ও রাজপ্রাসাদ নৃত্যনাট্যে ফুটে উঠেছে । এ সব দৃশপট সিদেরেলার মনের ভাব জীবনভাবে প্রকাশ করতে সাহায্য করেছে ।
নিউজিল্যান্ডের রাজকীয় ব্যালে নৃত্য দল ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় । এই ব্যালে নৃত্য দল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যালে নৃত্য দলগুলোর অন্যতম।
|