১৭ ডিসেম্বর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বিশ্ব ব্যাংকের মহা পরিচালক রবাট জোয়েল্লিকের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন, তহবিল, প্রযুক্তি ও মানব সম্পদ সহ বিভিন্ন ক্ষেত্রে চীন বিশ্ব ব্যাংকের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করতে চায়। ওয়েন চিয়া পাও বলেন, উন্নয়নের ভারসাম্যহীনতা ও এ থেকে সৃষ্ট ধনী-গরিব ব্যবধান বিশ্ব অথর্নৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের ওপরে প্রভাব ফেলেছে। এটা বিশ্বজুড়ে সহযোগিতার মাধ্যমে মীমাংসা করা দরকার।
রবাট জোয়েল্লিক বলেন, চীনের সঙ্গে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চীনের উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক।
|