v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-17 20:43:01    
চীন শিল্পপ্রতিষ্ঠানের গুণগতমান ও বিশ্বস্ততা বাড়িয়ে চীনের তৈরীর ভাবমূর্তি রক্ষা করছে

cri

    সম্প্রতি চীনের এক হাজার তিনশ'টি শিল্পপ্রতিষ্ঠানের পণ্যদ্রব্য রাষ্ট্রেরবিনা পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার যোগ্যতা অর্জন করেছে ।

    চীনের পণ্যদ্রব্যের গুণগতমান বিষয়ক একজন কর্মকর্তা বলেছেন, পণ্যদ্রব্যের গুণগতমানে বিনা পরীক্ষায় ছাড়পত্র ব্যবস্থা চালু করা শিল্পপ্রতিষ্ঠানের গুণগতমান ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করার একটি গুরুত্বপূর্ণ অংশ । বিনা পরীক্ষায় ছাড়পত্র পাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অবহ্যাতভাবে গুণগতমানে অর্থবিনিয়োগ বাড়াতে হবে । পরিসেবা পরিপূর্ণ করতে হবে এবং চীনে তৈরীর ভাবমূর্তি রক্ষা করতে হবে ।

    সম্প্রতি চীনের ১৩০২টি শিল্পপ্রতিষ্ঠানের পণ্যদ্রব্য রাষ্ট্রের বিনা পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার যোগ্যতা অর্জন করেছে । এর মধ্যে আটশ'টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান এ বছর প্রথমবারের মতো বিনা পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার যোগ্যতা অর্জনকরে এবং চারশ'টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় আবেদন দাখিলের পর এই যোগ্যতা লাভ করে । গুণগতমান তত্ত্বাবধান এবং পরিদর্শন ও কোয়ারান্টাইন সংক্রান্ত রাষ্ট্রীয়প্রশাসনের মহাপরিচালক লি ছাংচিয়াং বলেন , এই সব শিল্পপ্রতিষ্ঠান ও তাদের বিনা পরীক্ষাযোগ্য পণ্যদ্রব্য চীনের শিল্পপ্রতিষ্ঠান ও চীনের প্রধান পণ্যদ্রব্যের প্রতিনিধিত্ব করেছে এবং চীনে তৈরীর ভাবমূর্তিরক্ষা করেছে । তিনি বলেন , বর্তমান চীনে মোট ৪২৭৩টি শিল্পপ্রতিষ্ঠানের ১৯৬ ধরণের পণ্য রাষ্ট্রের বিনা পরীক্ষায় ছাড়পত্রেরযোগ্যতা অর্জন করেছে । এ সব পণ্য চীনে তৈরী মানের প্রতিনিধিত্ব করছে । এই সব শিল্পপ্রতিষ্ঠান চীনের শিল্পপ্রতিষ্ঠানের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করছে এবং পরিপূর্ণভাবে চীনে শিল্পপ্রতিষ্ঠান ও চীনে তৈরীর গুণগতমানের প্রতিদ্বন্দ্বিতারশক্তিকে প্রমাণ করে ।

    ২০০০ সালে বিনা পরীক্ষায় ছাড়পত্রেররাষ্ট্রীয়ব্যবস্থা চালু হয়েছে । যে পণ্যগুলোদীর্ঘকাল ধরে স্থিতিশীলভাবে মান ধরে রেখেছে , বাজারে সমাদর পেয়েছে, গুণগতমাণ নিশ্চয়তার ব্যবস্থাকে সন্তুষ্ট করেছে এবং একটানা তিন বার প্রাদেশিক পর্যায়ের উপরের কারিগরি তত্ত্বাবধান বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে সব পণ্যকে রাষ্ট্রীয় বিনা পরীক্ষায় ছাড়পত্রের যোগ্যতা দেয়া হচ্ছে। যে পন্যগুলো এই যোগ্যতা লাভ করে সেই সব পণ্যকেপরবর্তীতিন বছরের মধ্যে বিভিন্ন বিভাগ , বিভিন্ন অঞ্চল এবং নানা ধরণের বিনা তত্ত্বাবধান ও পরীক্ষার যোগ্যতা দেয়া হয় ।

     বিনা পরীক্ষায় ছাড়পত্র ব্যবস্থা চালুর ফলে শিল্পপ্রতিষ্ঠানের দ্রুত , সুষ্ঠু ও টেকসই উন্নয়ন হয়েছে এবং বহুমুখী প্রতিদ্বন্দ্বিতারশক্তি আরও বেড়ে গেছে । এক পরিসংখ্যান অনুযায়ী ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত চীনে বিনা পরীক্ষায় ছাড়পত্র পাওয়া পণ্যের উত্পাদন পরিমাণ , বিক্রয় মূল্য , রপ্তানিমূল্য সহ নানা মানদন্ড দ্রুত বেড়েছে । এর মধ্যে রপ্তানি মূল্যের বার্ষিক বৃদ্ধিহার ২০০ শতাংশ ছাড়িয়ে গেছে ।

    এ সম্পর্কে মিঃ লি ছাংচিয়াং বলেন , যে সব পণ্যের গুনগতমান স্থিতিশীলভাবে বজায় থাকে না , কারিগরি মান পরিবেশ রক্ষা এবং রাষ্ট্রের শিল্পনীতির চাহিদার সঙ্গে খাপ খায় না এবং বিক্রয়ের পরের সেবাকাজ ভোক্তাদের চাহিদা মেটাতে পারে না , বিশেষ করে যে শিল্পপ্রতিষ্ঠান রাষ্ট্রেরবিনা পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার যোগ্যতা লাভ করেছে সেই শিল্পপ্রতিষ্ঠান গুরুতরভাবে আইন লংঘন করলে আইন অনুযায়ী তাদের বিনা পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার যোগ্যতা বাতিল করা হবে ।

    চিয়াংসু প্রদেশের নানথোং শহরের সিল্ক থানার সিল্ক লিমিটিড কোম্পানি সিল্কজাত দ্রব্য উত্পাদন প্রধান একটি শিল্পপ্রতিষ্ঠান। তার অর্ধেক পণ্য যুক্তরাষ্ট্র, ই ইউ, জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি করে । এ বছর কোম্পানিটির তিন ধরণের পণ্য রাষ্ট্রের বিনা পরীক্ষায় ছাড়পত্রেরযোগ্যতা অর্জনকরেছে । এ সম্পর্কে কোম্পানির মহা ব্যবস্থাপক চিন ছুনলাই বলেন , রাষ্ট্রের বিনা পরীক্ষার যোগ্যতা অর্জন করা আমাদের শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে যেমন গৌরবেরতেমনি দায়িত্বেরএবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি একটি চালিকা শক্তি । এটা শিল্পপ্রতিষ্ঠানের গুণগতমান নিয়ন্ত্রণেআমাদের আস্থা জোরদার করেছে । আমরা এই সুযোগে গুণগতমান সম্পর্কেকর্মীদেরসচেতনতাকে আরও উন্নত করব । যাতে সব পণ্যের গুণগতমান রাষ্ট্রের এবং আন্তর্জাতিক মানদন্ডে পৌঁছাতে পারবে । --চুং শাওলি