উত্তর কোরিয়ার রোডং সিনমুন পত্রিকা ১৭ ডিসেম্বর প্রকাশিত এক ভাষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টর শক্তিকে উত্তর কোরিয়ার প্রতি বৈরি মনোভাব পরিহার করা, পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুবিবেচনাপ্রসূত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।
ভাষ্যে বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টর শক্তি কোরীয় পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে উত্তর কোরিয়ার ওপর অব্যাহত চাপ,উত্তর কোরিয়াকে কোনো ক্ষতিপূরণ না দেয়া এবং লাইট ওয়াটার রি-অ্যাক্টর না দেয়ার কথা বলেছে। এসব বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টর শক্তির কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং উত্তর কোরিয়াকে নির্মূল করার দুরভিসন্ধি প্রকাশ পেয়েছে।
ভাষ্যে আরো বলা হয়, কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে ত্বরান্বিত করতে চাইলে এই অঞ্চলের উত্তেজনাপূর্ণ সামরিক পরিস্থিতি প্রশমিত এবং শান্তি সুরক্ষা করা উচিত।(লিলু)
|