২০০৬ সালের জুলাই মাসে ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার পর তিব্বত দেশী বিদেশী ব্যবসায়ীদের পুঁজিবিনিয়োগের জন্য আকষর্ণীয় জায়গায় পরিণত হয়েছে।
১৬ ডিসেম্বর লাসায় অনুষ্ঠিত তিব্বতের অথর্নৈতিক কর্ম সম্মেলন থেকে জানা গেছে, চলতি বছর তিব্বত ১৩০০ কোটিরও বেশী ইউয়ান রেন মিন পির পুঁজি আকর্ষণ করেছে। গত বছরের তুলনায় এই পরিমাণ প্রায় ৩০ শতাংশ বেশি । অতীতে তিব্বতে একটি পাচ তারা হোটেলও নেই। এখন চার পাঁচ জন ব্যবসায়ী পাঁচ তারা হোটেলে পুঁজিবিনিয়োগ করেছেন। নেপাল ও ভারত সহ কয়েকটি দেশের ব্যবসায়ীরা তিব্বতী গালিচা প্রক্রিয়াকরণের ব্যবসা শুরু করেছেন।
জানা গেছে, চলতি বছর ছিংহাই-তিব্বত রেলপথের মালপত্র পরিবহণের পরিমাণ ৯ লাখ টনের বেশী হবে বলে অনুমান করা হচ্ছে। এদের মধ্যে ৮০ শতাংশ মালপত্র তিব্বতে পাঠানো হয়েছে। এর পাশাপাশি এই রেলপথ চালু হওয়ার পর তিব্বতের পযর্টন শিল্পের দ্রুত উন্নতি হয়েছে। চলতি বছর তিব্বতে ভ্রমণ করতে যাওয়া পযটর্কের সংখ্যা ৪০ লাখ পাসর্ন টাইমস ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এ ছাড়া, চলতি বছর তিব্বতের জি ডি পি মূল্য ৩৪০০ কোটি ইউয়ান রেন মিন পি ছাড়িয়ে যাবে অনুমান করা হচ্ছে।
|