ভারত ও যুক্তরাষ্ট্রের বেসরকারী পরমাণু শক্তি সংক্রান্ত সহযোগিতা চুক্তি নিয়ে ভারত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। ১৬ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রী প্রণব মুখার্জী কলকাতায় এ কথা জানান।
তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সাবেক নেতার সঙ্গে সাক্ষাত্কালে বলেন, সংহতি ও প্রগতি লীগ এবং বামপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে গঠিত যৌথ কমিটি এদিন সিদ্ধান্ত নিয়েছে যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ভারতের উচিত অব্যাহতভাবে আলোচনা চালানো। আলোচনার ফলাফল যৌথ কমিটি পর্যালোচনার পর আবার সরকারকে পেশ করা হবে।
গত আগস্ট মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক দলিলপত্র প্রকাশিত হওয়ার পর, ভারতের প্রধান বিরোধী দল এবং বামপন্থী রাজনৈতিক পার্টিগুলো এ চুক্তির বিরোধিতা করে আসছে । তারা মনে করে , এ চুক্তি ভারতের স্বতন্ত্র কূটনৈতিক নীতিতে হস্তক্ষেপ করবে এবং দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রণব মুখার্জি বলেন, ভারত সরকার এখনো বামপন্থী রাজনৈতিক পার্টির পক্ষ থেকে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের হুমকির মুখে পড়েনি।
গত নভেম্বর থেকে ভারত সরকার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। ভারত ও যুক্তরাষ্ট্রের বেসরকারী পরমাণু শক্তি সহযোগিতার বিষয় অনুযায়ী, ভারত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে এ ছাড়াও পরমাণু স্থাপনার তত্ত্বাবধান সমস্যা এবং পরমাণু জ্বালানি সম্পদের সরবরাহ সমস্যা নিয়ে আলোচনা করবে।----ওয়াং হাইমান
|