|
|
(GMT+08:00)
2007-12-17 19:14:03
|
গণ সাংস্কৃতিক সেবায় চীনের বরাদ্দ বাড়ছে
cri
১৭ ডিসেম্বর চীনের সমাজ একাডেমি প্রকাশিত " ২০০৭ সালে চীনের গণ সাংস্কৃতিক সেবার উন্নয়ন রির্পোটে" জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের আর্থিক আয় একটানা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গণ সংস্কৃতিতে কেন্দ্রীয় ও স্থানীয় আর্থিক বরাদ্দ ক্রমাগত বেড়েছে। ২০০৫ সালে সারা চীনে সাংস্কৃতিক ক্ষেত্রে মোট ৪ হাজার ৯৫০ কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করা হয়েছে। এই পরিমাণ গত পাচ বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। বতর্মানে অনেক প্রদেশ ও জেলায় লাইব্রেরি , জাদুঘর, থিয়েটার , স্টেডিয়াম ও জিমনেশিয়াম এবং বড় আয়তনের ঘাসযুক্ত চত্বর তৈরী করা হয়েছে। তা ছাড়া, গ্রামাঞ্চলের তৃণমূল পর্যায়ের সাংস্কৃতিক স্থাপনার সংখ্যাও ক্রমেই বেড়েছে। গণ সাংস্কৃতিক সেবায় সরকারের সামর্থ্যও বাড়ছে।
|
|
|