১৭ ডিসেম্বর রাশিয়ার পরমাণু শক্তি উন্নয়ন আমদানী ও রপ্তানীকোম্পানি ঘোষণা করেছে, ইরানকে দেয়া রাশিয়ার প্রথম দফা পরমাণু জ্বালানী ১৬ ডিসেম্বর ইরানের বুশেহর পরমাণু বিদ্যুত্ কেন্দ্রে পৌঁছেছে ।
একইদিনে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ তথ্য স্বীকার করেছে । রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ও ইরান সরকারের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই পরমাণু জ্বালানি সরবরাহ করা হয়েছে । এ সহযোগিতা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সংশ্লিষ্ট নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ।
১৩ ডিসেম্বর রাশিয়ার পরমাণু শক্তি উন্নয়ন রপ্তানী কোম্পানির চেয়ারম্যান সের্গেই শ্মাতকো ঘোষণা করেছেন, রাশিয়া ও ইরানের বুশেহর পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণসম্পন্ন করার সময়সীমার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে এবং তা এ মাসের শেষ দিকে প্রকাশ করা হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|