শুরুতেই ক্রিকেট :
গতকাল রবিবার জিতলেই এক ম্যাচ হাতে রেখেই চ্যাপেল-হ্যাডলি সিরিজ পুনরুদ্ধার হতো অস্ট্রেলিয়ার । কারণ, এ বছরের শুরুতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত চ্যাপেল-হ্যাডলি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ ম্যাচে হোয়াইটওয়াশ করেছিল কিউইরা ।
২৭ বছর পর ভারত সিরিজ জয় করলো
মাত্র ৪৭ ওভারে জেতার জন্য ৩৭৪ রানের এক অসম্ভব টার্গেট ছিল পাকিস্তানের জন্য । ভারত যখন সেই অসাধ্য সাধনের চ্যালেন্জ ছুড়ে দেয় পাকিস্তানের প্রতি, বাঙ্গালোর টেস্ট তখন দৃশ্যত ড্র-ই হবে বলে মনে হচ্ছিল । উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ হওয়ার পর মনে হচ্ছিল, নির্ধারিত সময়ের আগেই বুঝি শেষ হয়ে যাবে ম্যাচটি । দারুন ভাবে লড়াই করলেও শেষ বিকেলে কুম্বলে যুবরাজের যুগলবন্দিতে অন্তিম মুহূর্ত হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ । শেষমেশ আলো কমে গেলে দারুন এক লজ্জার হাত থেকে বেচেঁ যায় পাকিস্তান। তখনও দিনের ১১ ওভার খেলা বাকি ছিল । শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পেরেছে পাকিস্তান । এ রান তুলেছে তারা মাত্র ৩৬ ওভার খেলে । এর মধ্যে স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ ইউসুফ ১০ রানে অপরাজিত রয়ে যায় । কুম্বল ইনিংস ঘোষণা করতে দেরি করায় ভারত সম্ভাব্য জয় থেকে বন্চিত হয় ।
এদিকে স্বপ্নের এক সিরিজ শেষ করলেন সৌরভ গাঙ্গুলী । গড়লেন বেশ কিছু কীর্তি । বাঙ্গালোরে শেষ টেস্টের শেষ দিন ৬৮ রান করার সঙ্গে সঙ্গে এক পন্জিকাবর্ষে ১০০০ রান পূর্ণ হল তার । এই কৃতিত্ব অর্জনকারী অষ্টম ভারতীয় তিনি । এর আগে সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকার চারবার করে, দ্রাবিড় দু'বার এবং বিশ্বনাথ, মহিন্দর অমরনাথ, ভেংসরকার ও সেহওয়াগ একবার করে এই কৃতিত্ব দেখিয়েছেন । সৌরভ এই প্রথম এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করলেন । এক বছরে এটাই তার সবচেয়ে বেশি রান । শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে এ নিয়ে পাঁচবার ম্যান অব ম্যচ ও তিনবার ম্যান অব দ্য সিরিজ হলেন সৌরভ।
ওয়ানডে সিরিজ এবার ওয়েস্ট ইন্ডিজের
এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট হন্ডিজ । বুলাওয়েতে অনুস্ঠিত চতুর্থ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট হন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে । ফলে ৫ ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেছে ৩-১ ব্যবধানে । প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৫০ ওভারে ৯ উইকেটে করে ২৩২ রান । যদিও সিবান্দির ৯৬ ও মাসাকাদজার ৮০ রানসহ ১৬৭ রান তুলে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়েন । এর পর পরই খেলতে নেমে স্বাগতিকদের ৯ উইকেট পড়ে যায় মাত্র ৬৫ রানে । জেরমে টেলর ৫ উইকেট নেন ৪৮ রানে । জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় ।
এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জেরমে টেলর ।
ড্র হলো কলম্বো টেস্ট
কলম্বো টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে । ম্যাচের ভাগ্য ড্র হবে সেটা বোঝা গিয়েছিল আনেক আগেই । তার পরও একটি বিষয়ের দিকেই তাকিয়ে ছিল শ্রীলঙ্কা পন্চম দিনের উইকেটে মুত্তিয়া মুরালিধরন যদি কোনো মিরাকল দেখাতে পারেন সেই আশায় । কিন্তু কলম্বোয় মুরালি মিরাকল দেখা যায় নি প্রাকৃতিক কারনেই ।
চা বিরতির পর বৃস্টি শুরু হওয়ায় আড়াই ইনিংসেই শেষ হয়ে গেল সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ।
মাসব্যাপী সফরে নিউজিল্যান্ডে এখন বাংলাদেশ দল
নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে বাংলাদেশ দল প্রথম ওয়ানডেটা খেলবে আগামী ২৬ ডিসেম্বর । বাংলাদেশ দলের বাকি দু'টি ওয়ানডে ২৮ ও ৩১ ডিসেম্বর অনুস্ঠিত হবে নেপিয়ার ও কুইন্স টাউনে । ডানেডিনে প্রথম টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি এবং ১২ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ওয়েলিংটনে ।
ফুটবল
ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে স্প্যানিশ লীগের পয়েন্ট টেবিলের লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা । চলতি মৌসুমের ফিরতি খেলায় এটি ছিল বার্সার দ্বিতীয় জয় । ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ । এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্হানে রয়েছে বার্সেলোনা । তৃতীয় স্হানে থাকা অ্যথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৩০ পয়েন্ট । চতুর্থ স্হানে রয়েছে এস্পানিওল । এদিকে ইতালির সেরি- এ লীগে ল্যাজিওকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্হানে উঠে এসেছে জুভেন্টাস ।
ক্লাব কাপ এখন জার্মানির
টোকিওতে অনুস্ঠিত ক্লাব কাপ ফাইনাল-এ আর্জেন্টিনাকে ৪-২ গোলে পরাজিত করে শীরোপাজিতে নিয়েছে জার্মানির এসি মিলান । চারবার শিরোপা জিতে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডটি এখন এই ইউরোপিয়ান ক্লাবটির ।
হকি
চ্যাম্পিয়নস ট্রফি হকিতে এ দিন চারটি খেলা হয় । তবে সবার চোখ ছিল শিরোপা নির্ধারণী খেলার দিকেই । ফাইনাল ম্যাচে জার্মানি ১-০ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা নিজের ঘরে তুলে নিয়েছে । টুর্ণামেন্টে দ্বিতীয় হয়েছে নেদারল্যান্ড। পন্চম হয়েছে স্পেন এবং সপ্তম হয়েছে পাকিস্তান ।
|