১৭ ডিসেম্বর চীনের তিব্বতে অনুষ্ঠিত তিব্বতের অর্থনীতি বিষয়ক কর্ম সম্মেলন থেকে জানা গেছে , চলতি বছরে তিব্বতের আমদানি-রপ্তানি মূল্য প্রথমবারের মত ৩০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে ৩৪ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে , যা গত বছরের তুলনায় ৩.৭ শতাংশ বেশি ।
সাম্প্রতিক বছরগুলোতে ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়া এবং চীন ও ভারতের নাথুলা পাসের বাণিজ্য পথ আবার উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার সঙ্গে তিব্বতের প্রতিবেশীসুলভ স্থল পথ সুবিধা আরো বেড়েছে । এখন সেখানে সীমান্ত বাণিজ্য সুষ্ঠুভাবে চলছে । (শুয়েই ফেই ফেই)
|