চীনের রাষ্ট্রীয় পরিষদ ১৬ ডিসেম্বর " দেশের উত্সব ও স্মরণীয় দিবস উপলক্ষে সরকারী ছুটি নির্ধারণ সংক্রান্ত বিধি" প্রকাশ করেছে । এ বিধিতে নতুন কয়েকটি ঐতিহ্যিক উত্সবকে সরকারী ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে ।
নতুন বিধিতে ৭ বছর ধরে চালু থাকা ১ মে আন্তর্জাতিক শ্রম দিবসের তিনদিনের ছুটিকে কমিয়ে একদিনে পুনর্নির্ধারণ করা হয়েছে । পাশাপাশি নিহত হওয়া স্বজনদের শ্রদ্ধা নিবেদনের উত্সব ছিং মিং , প্রাচীন চীনের দেশপ্রেমিক কবি ছুই ইউয়ান স্মরণে ড্রাগণ নৌকা উত্সব , পারিবারিক মিলনের চন্দ্রোত্সব ও চান্দ্রিক নববর্ষের আগের দিনসহ চীনের ঐতিহ্যিক উত্সবকে নতুন সরকারী ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে । এতে চীনের সরকারী ছুটির দিন আগেকার ১০ দিন থেকে একদিন বেড়ে ১১ দিনে উন্নীত হয়েছে ।
নতুন বিধি আগামী ১ জানুয়ারী থেকে চালু হবে ।
এদিন চীনের রাষ্ট্রীয় পরিষদ " কর্মচারীদের বেতনসহ বার্ষিক ছুটি বিনোদন সংক্রান্ত বিধিও" প্রকাশ করেছে । এ বিধি অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান কর্মচারীদের বার্ষিক ছুটি বিনোদনের অধিকার নিশ্চিত করবে ।
|