পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মুখপাত্র রশীদ কুরেশী শনিবার পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের নিউনিয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন নাকচ করে দিয়েছেন ।
প্রতিবেদনের শিরোনাম হচ্ছে পল্লী অঞ্চলের প্রতি মুশাররফের সমর্থন বাগাড়ম্বর মাত্র । কুরেশী মনে করেন , এ প্রতিবেদনে বাস্তবতাকে বিকৃত এবং মুশাররফের সুনাম হানি করার চেষ্টা করা হয়েছে ।
প্রতিবেদনটিতে বলা হয় , পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার বেশ উঁচু এবং মানুষের আয় কম আর দেশের উন্নয়নের গতি মন্থর । এ প্রসংগে কুরেশী বলেন , গত চার বছরে পাকিস্তানের অর্থনীতি ৭ শতাংশ প্রবৃদ্ধি বজায় রেখেছে । পল্লী অঞ্চলে নূণ্যতম আয় মাসে প্রায় ৭৫ মার্কিন ডলার । সেখানে মোটর সাইকেল ও টিভি-সেটের মত পণ্যের অধিকারীদের সংখ্যাও বেড়ে চলেছে । জনসাধারণের জীবনযাত্রার মান ধাপে ধাপে উন্নত হচ্ছে ।
|