১৫ ডিসেম্বর রাতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন শেষ হয়েছে । সম্মেলনে 'বালি দ্বীপ রোডম্যাপ' পরিকল্পনা গৃহীত হয়েছে এবং ২০০৯ সালের আগে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত আলোচনার প্রধান আলোচ্য বিষয়ের জন্যে স্পষ্ট আলৌচ্যসূচী নির্ধারণ করা হয়েছে ।
'বালি দ্বীপ রোডম্যাপ'পরিকল্পনায় ২০০৯ সাল শেষ হওয়ার আগেই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন আলোচনা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে , প্রধান আলোচ্য বিষয়ের জন্য স্পষ্ট আলোচ্যসূচী নির্ধারণ করা হয়েছে এবং ২০০৮ সালে জলবায়ু পরিবর্তন সম্পর্কে ৪টি বড় গোছের বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা ঠিক করা হয়েছে ।
এ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের পরও বিভিন্ন পক্ষের মতামত অভিন্ন নয় । জাতিসংঘ মহাসচিব বান কি মুন একে স্বাগত জানিয়ে আলোচনায় বিভিন্ন পক্ষের নমনীয়তা ও পরস্পরকে ছাড় দেয়ার জন্য প্রশংসা করেন । কিন্তু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশনের সচিবালয়ের নির্বাহী সচিব বলেন, মানবজাতির জলবায়ু পরিবর্তন মোকাবেলার দায়িত্ব এখনো জটিল । এ ব্যাপারে দ্রুত তত্পরতা দরকার ।চীনা প্রতিনিধি দলের উপ-নেতা , চীনের জলবায়ু পরিবর্তন মোকাবেলা নেতৃত্ব গ্রুপের কার্যালয়ের মহা-পরিচালক সুওয়েই বলেন, 'বালি দ্বীপ রোডম্যাপ' পরবর্তী পর্যায়ে মানবজাতির জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে । ইউরোপীয় ইউনিয়ন কমিটি 'বালি দ্বীপ রোডম্যাপ' পরিকল্পনা গ্রহণকে স্বাগত জানিয়ে বলেছে , ইউরোপ সর্বাত্মক চেষ্টা চালিয়ে এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে ।
(ছাও ইয়ান হুয়া)
|