তিব্বতের জেলা ও থানা পর্যায়ের গণ কংগ্রেস ও সরকারের নির্বাচন এখন প্রায় শেষ হয়ে এসেছে । এক প্রাথমিক হিসেবে জানা গেছে , নির্বাচনের পর তিব্বতের জেলা ও থানার গণ গংগ্রেস ও সরকারের নেতৃস্থানীয় ক্যাডারের মধ্যে তিব্বত ও অন্যান্য সংখ্যালঘুজাতির ক্যাডারের অনুপাত ৮০ শতাংশ ।
উল্লেখ্য , তিব্বত তিব্বতী ও অন্যান্য সংখ্যালঘুজাতিকে প্রধান করে গঠিত একটি সংখ্যালঘু স্বায়ত্তশাসিত এলাকা । ১৯৬৫ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হওয়ার শুরুতে তিব্বত ও অন্যান্য সংখ্যালঘু জাতির ক্যাডারের সংখ্যা ছিল মাত্র ১৬ হাজার । এদের মধ্যে বেশির ভাগ ছিলেন ভূমিদাস ও দাস ।
এক পরিসংখ্যান আনুযায়ী ২০০৬ সালের শেষ নাগাদ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে তিব্বতী ও অন্যান্য সংখ্যালঘুজাতির ক্যাডারের অনুপাত ৬৯ শতাংশ এবং প্রকৌশলীর অনুপাত ছিল ৭৪শতাংশ । --চুং শাওলি
|