|
|
(GMT+08:00)
2007-12-15 19:39:00
|
সংবিধান সংশোধনে পারভেজ মোশাররফের অধ্যাদেশ
cri
১৪ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সংবিধান সংশোধন সংক্রান্তএকটি অধ্যাদেশজারি করেছেন। এই অধ্যাদেশ অনুযায়ী, সংবিধানের ছ'টি বিধান সংশোধন করা হবে এবং বিচার বিভাগ সম্পর্কিত কয়েকটি বিষয়ের ব্যাখ্যা সংযোজন করা হবে। অধ্যাদেশে বলা হয়েছে , পরবর্তীতেজরুরী ব্যবস্থা প্রত্যাহার ও সংবিধান আবার বহাল করা হলেও এর আগে যে সব বিচারপতি শপথ নেননি তারা আর পুনর্বহল হতে পারেন না। জরুরী অবস্থা জারির পরই কেবল যারা শপথ নিয়েছেন তারাই নিজ নিজ পদে থাকতে পারেন। তা ছাড়া পাকিস্তানে ইসলামাবাদ সুপ্রিম কোটওগড়ে তোলা হবে।এর সঙ্গে সঙ্গে পারভেজ মোশাররফ সুপ্রিম কোটের বিচারপতিদের পেনশন সম্পর্কিত জারি করেছেন।এ অধ্যাদেশ অনুযায়ী, বিচারপতিরা অবসর নেয়ার পর পূর্ণ পেনশন পাবেন এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধাদি পাবেন। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মালিক মুহাম্মদ কাইয়ুন ১৪ ডিসেম্বর জোর দিয়ে বলেন, পারভেজ মোশাররফ জরুরী অবস্থা প্রত্যাহার করে নেবেন।
|
|
|