আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ও পি সি ডাব্লিওর নির্দিষ্ট অস্ত্র পরীক্ষা কেন্দ্র--- চীনা গণ মুক্তিফৌজের সামরিক চিকিত্সা ও বিজ্ঞান একাডেমীর বিষ বিশ্লেষণ পরীক্ষাগার ১৪ ডিসেম্বর পেইচিংয়ে উদ্বোধন হয়েছে ।
সামরিক চিকিত্সা বিজ্ঞান একাডেমীর মহাপরিচালক সুন চিয়েনচুং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন , চীন যাতে আরও ভালভাবে আন্তর্জাতিক অস্ত্রনিয়ন্ত্রণ ও চুক্তি পালনের কাজে অংশ নিতে পারে এবং রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে পারে তার জন্য পরীক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠার প্রতি জোর সমর্থন যুগিয়েছে ।
চীনা গণ মুক্তি ফৌজের রসায়নিক অস্ত্র রোধগবেষণালয়ের রসায়ন বিশ্লেষণ পরীক্ষাগারের পর চীনে এটা ও পি সি ডাব্লিওর নির্দিষ্টদ্বিতীয় পরীক্ষা কেন্দ্র । পরীক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের পর চীন বিশ্বে আন্তর্জাতিক রাসায়নিক আস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির এমন একটি সদস্য দেশে পরিণত হয়েছে যেখানে দুটি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র আছে ।
জানা গেছে , নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান দায়িত্ব হবে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার নির্দিষ্ট ঘটনাস্থল পরিদর্শন ও সন্দেহজনক নমুনার চূড়ান্ত পরীক্ষা করা । যাতে কোনো সদস্য দেশ চুক্তিলংঘণ করেছে কি না তা প্রমাণ করা সম্ভব হয় । --চুং শাওলি
|