চীনের যোগাযোগমন্ত্রী লি সেনলিন ১৪ ডিসেম্বর বলেন , বিগত দু বছরে চীনের যোগাযোগ বিভাগ মোট তিন হাজার তিনশ'বার উদ্ধারকাজ চালিয়েছে । এতে ৪০৮৫৪জন বিপন্নদেশিবিদেশীর প্রাণ রক্ষা পেয়েছে। এ থেকে প্রমাণিত হয়েছে যে , সমুদ্রে উদ্ধার কাজে চীনের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ।
এ দিনে পেইচিংয়ে অনুষ্ঠিত সমুদ্রউদ্ধার কাজ সম্পর্কে একটি জাতীয় টেলিভিশন-টেলিফোন সম্মেলন এবং সমুদ্রে উদ্ধার সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মেলনের তৃতীয় সভায় যোগাযোগমন্ত্রী লি সেনলিন এ তথ্য জানান ।
তিনি বলেন, বর্তমানে চীনের উপকূলীয় এলাকার ১১টি প্রদেশ ও শহর এবং ইয়াংসি নদীর প্রধান প্রধান শাখা নদীর অববাহিকায় সমুদ্রে উদ্ধার কেন্দ্র প্রতিষ্ঠিত রয়েছে । আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থার নিয়ম অনুযায়ী চীনে সমুদ্রে বিপদ ও নিরাপত্তা সম্পর্কিত বিশ্ব ব্যবস্থারনির্মাণ কাজ সম্পন্ন হয়েছে । এটা সমুদ্রে বিপদে পড়ার পূর্বাভাস ও উদ্ধারের ব্যাপারে টেলিযোগাযোগের চাহিদা মেটাচ্ছে ।
যোগাযোগমন্ত্রী লি বলেন , বিগত কয়েক বছরে চীন যুক্তরাষ্ট্র , সিঙ্গাপুর , উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশের উদ্ধার সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে । দুপক্ষের সহযোগিতায় চীনের উপকূলীয় অঞ্চলে বিপদে পড়া বিদেশী জাহাজ ও বিদেশী জেলেদের এবং বিদেশের জলসীমায় বিপদে পড়া চীনা জাহাজ ও চীনা জেলেদের সাফল্যের সঙ্গেউদ্ধার হয়েছে । --চুং শাওলি
|