১৫ ডিসেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশগ্রহণকারী চীনা প্রতিনিধি দল বিতর্কিত খসড়া প্রস্তাবটিকে গ্রহণ করানোর জন্য দু'দফা চাপাচাপি করার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে এবং সম্মেলনের প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ।
১৪ ডিসেম্বর সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও ১৫ ডিসেম্বর রাত দু'টা পর্যন্ত অংশগ্রহণকারীদের মধ্যে এ বিষয়ে মতভেদ দূর হয় নি । ১৫ ডিসেম্বর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নোয়ের হাসান ভিরাজুদা গোষ্ঠী ৭৭ এবং চীনা প্রতিনিধি দলের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে একটি বিশেষ সম্মেলনে খসড়া প্রস্তাবের বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন । কিন্তু বিশেষ সম্মেলন শেষ না হওয়া অবস্থায়, সম্মেলনে পরপর দু'বার অংশগ্রহণকারীদেরকে খসড়া প্রস্তাব গ্রহণ করার জন্য চাপাচাপি করা হয় । চীনা প্রতিনিধি দল সন্দেহ প্রকাশ করার পর সম্মেলন স্থগিত হয়ে যায় ।
(ছাও ইয়ান হুয়া)
|