১৪ ডিসেম্বর সকালে ব্রাসেলসে ইইউ'র সদর দফতরে ইইউ'র শীতকালীন শীর্ষ সম্মেলন শুরু হয়েছে । কসোভোর চূড়ান্ত অবস্থান সম্পর্কিত সমস্যা এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ।
খবরে প্রকাশ , ইইউ'র সকল সদস্য দেশ সম্মত হয়েছে যে , কসোভোর চূড়ান্ত অবস্থান সম্পর্কিত সমস্যা নিষ্পত্তি করলেই কেবল এ অঞ্চলের পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে । কিন্তু কসোভোর বিষয়ে ইইউ'র ভেতরে এখনও মতভেদ বিরাজমান । যদিও বেশির ভাগ সদস্য দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় কসোভোকে স্বাধীনতা দিতে সম্মত হয়েছে , তবে এ ব্যাপারে স্পেন , শ্লোভাকিয়া ও সাইপ্রাসের আপত্তি রয়েছে । (থান ইয়াও খাং)
|