চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনের কাজ সফল হয়েছে ।
১৪ ডিসেম্বর পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি স্যু ইয়ুন এ কথা বলেছেন ।
তিনি বলেন , গত বছর চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ তিনটি বিভাগের যৌথ উদ্যোগে ১০৩টি শিল্প প্রতিষ্ঠানে উদ্ভাবনের কাজ চালানো হয় । বর্তমানে এ সব শিল্প প্রতিষ্ঠানের উদ্ভাবনী ক্ষমতা আরো বেড়েছে এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও পণ্য কাঠামোর উত্কৃষ্টতা মানসম্মত করা হয়েছে । এর পাশাপাশি এ বছর চীনের আরো ১৮৪টি শিল্প প্রতিষ্ঠানেও উদ্ভাবনী কাজ শুরু হয়েছে ।
তিনি বলেন , শিল্প প্রতিষ্ঠানের উদ্ভাবনের কাজ চালানোর জন্য আরো বেশি প্রকৌশলী , প্রযুক্তি ও পুঁজি সংগ্রহ ও ব্যবহার করতে হবে । আগামী বছর চীনে উদ্ভাবনী কাজে জড়িত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৫ শো'তে দাঁড়াবে । (থান ইয়াও খাং)
|