উত্তর ও দক্ষিণ কোরিয়ার জেনারেল পর্যায়ের তিন দিনব্যাপী সপ্তম বৈঠক ১৪ ডিসেম্বর পানমুনজমে অবস্থিত দক্ষিণ কোরিয়ার অংশে শেষ হয়েছে । উভয় পক্ষ কোন যৌথ বিবৃতি অথবা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে নি ।
খবরে প্রকাশ , বৈঠকে উভয় পক্ষ কায়েসোং শিল্প উন্নয়ন এলাকা ও মাউন্ট গেউমগাং পর্যটন এলাকা উন্মুক্ত করা এবং দু'পক্ষের মধ্যে বাণিজ্য , ডাক ও টেলি-যোগাযোগ এবং পরিবহণ ব্যবস্থা চালু করার সুযোগ সুবিধা নিশ্চিত করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে । কিন্তু কোরিয়া উপদ্বীপের পশ্চিমাংশের সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে দু'পক্ষের মধ্যে ব্যাপক মতভেদ থাকায় দু'পক্ষ এ অঞ্চলে যৌথ মত্স শিকার অঞ্চল গড়ে তোলার বিষয়ে এক মত হয় নি । উভয় পক্ষ জেনারেল পর্যায়ের আগামী বৈঠকে এ বিষয় নিয়ে পুনরায় আলোচনা করতে সম্মত হয়েছে । (থান ইয়াও খাং)
|