চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৪০ লাখ ৬০ হাজার চীন ভ্রমণকারী পেইচিং ভ্রমণ করেছেন। অনুরূপ সময়ের তুলনায় তা ১১ শতাংশেরও বেশী। ১৪ ডিসেম্বর পেইচিং পরিসংখ্যান ব্যুরো, জাতীয় পরিসংখ্যান ব্যুরো এবং পেইচিং জরিপ গ্রুপের সূত্রে এ তথ্য জানা গেছে।
এশীয় বাজারে তার স্থিতিশীলতা বজায় রয়েছে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারের বৃদ্ধির গতিধারা দ্রুত। যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া অব্যাহতভাবে চীন ভ্রমণকারী পর্যটন বাজারের প্রধান স্থানে রয়েছে। চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে আসা ৫ লাখ ৭০ হাজার পর্যটক পেইচিং ভ্রমণ করেছেন। গেলো বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ২০ শতাংশেরও বেশী। তা ছাড়া, পেইচিংয়ে আসা বৃটেন, ফ্রান্স, জার্মানী, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের পর্যটকদের সংখ্যাও বাড়ছে। (লিলি)
|