জলবায়ু পরিবর্তন সম্মেলন ফলপ্রসূ না হলে, এর পরিণাম গুরুতর হবেঃ বান কি মুন
cri
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ১৪ ডিসেম্বর বলেছেন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের প্রতিনিধিবৃন্দের চুক্তি পৌঁছানোর লক্ষ্যে 'রাজনৈতিক ও ঐতিহাসিক' দায়িত্ব পালন করবেন। যদি সম্মেলন ফলপ্রসূ না হয় না, তাহলে 'এর পরিণাম' হবে গুরুতর ।
এ দিন বিমান যোগে বালি দ্বীপ থেকে পূর্ব তিমুরের রাজধানী দিলি যাওয়ার সময় তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যদি বর্তমান অচলাবস্থার কারণে সম্মেলন স্থগিত যায় তাহলে তিনি ১৫ ডিসেম্বর বালি দ্বীপে ফিরে যাবেন। (খোং চিয়া চিয়া)
|
|