v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-14 18:51:00    
পেইচিং অলিম্পিক গেমসের সময় যানবাহন ব্যবস্থা সুনিশ্চিত হবে

cri
    ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসার সাথে সাথে পেইচিংয়ের যানবাহন সমস্যা নাগরিকদের একটি প্রধানআলোচ্য বিষয়ে পরিণত হয়েছে । পেইচিং পৌর যানবাহন কমিটির উপপ্রধান লিউ সিয়াও মিন বলেছেন , ২০০৮ সালে অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের যানবাহন ব্যবহার নিশ্চিত হবে । পেইচিংয়ে ট্রাফিক জ্যাম কমানোর জন্য পাবলিক যাতায়াত ব্যবস্থাকে প্রাধান্য দেয়াসহ অনেক ব্যবস্থা নেয়া হবে ।

    ১৩ ডিসেম্বর পেইচিং অলিম্পিক গেমসের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন ।

    লিউ চিয়েন চুন পেইচিং মহানগরের একজন ট্যাক্সি ড্রাইভার । তিনি প্রতিদিনই ট্রাফিক জ্যামের সম্মুখীন হন । কাজেই তার জন্য এটা কোনো নতুন ব্যাপার নয় । আমাদের সংবাদদাতার সঙ্গে ড্রাইভার লিউর কথাবার্তা ছিল এমনিঃ ড্রাইভার লিউ ও সংবাদদাতার কথার্বাতা এমনিঃ আপনি কি প্রতিদিন ট্রাফিক জ্যাম দেখেন ? --হ্যাঁ , এটা কোনো নতুন ব্যাপার নয় । তাহলে ট্রাফিক জ্যামের সময় আপনার মেজাজ কি খারাপ হয় ? -- মন-মেজাজ খারাপ হলেও কোনো লাভ হয় না । আপনি জানেন পেইচিংয়ে ট্রাফিক জ্যাম নতুন সমস্যা নয় । তাই আমি এ সময় ধৈর্যের সঙ্গে অপেক্ষা করি । বেতারের অনুষ্ঠান বা গান শুনি ।

    ট্যাক্সি ড্রাইভার লিউর মতো পেইচিংয়ের বেশির ভাগ নাগরিকও এ সমস্যার সম্মুখীন । গত কয়েক বছরে পেইচিংয়ের মোটর গাড়ীর সংখ্যা দ্রুত বাড়ছে । ১৯৯৭ সালে পেইচিংয়ে মোটরগাড়ীর সংখ্যা ছিল দশ লাখ , কিন্তুএখন এ সংখ্যা দ্রুত বেড়ে ত্রিশ লাখে পৌঁছেছে । কাজেই পেইচিংয়ের যানবাহন ব্যবস্থা এখন বিরাট চাপের মুখে ।

    প্রেসব্রিফিংয়ে লিউ সিয়াও মিন বলেন , পেইচিং মহানগরের যানবাহন সমস্যা সমাধানের জন্য পেইচিংয়ে পাবলিক বাস ও পাতাল রেল ব্যবস্থাকে প্রাধান্য দেয়া হবে এবং পাবলিক যানবাহন ব্যবস্থারউন্নয়নে বরাদ্দ আরো বাড়ানো হবে । ২০০৮ সালে অলিম্পিক গেমসের আগে আরো কয়েকটি পাতাল রেল লাইন চালু হবে । তিনি বলেন , আগামী বছর পাবলিক বাসের আরো বেশি নতুন লাইন চালু হবে । যাতে নাগরিকরা সহজেই বাসে করে নিজের গন্তব্য স্থানে পৌঁছুতে পারে । এর পাশাপাশি পাবলিক বাস ও পাতাল রেলের যোগাযোগ আরো সুবিধাজনক করা হবে ।

    তিনি আরো বলেন , নাগরিকদের কাজে যাওয়া ও বাড়ী ফিরে আসার ব্যস্ত সময় বিভিন্ন পাবলিক বাসের যাত্রীর সংখ্যা একই থাকে না । পরবর্তীকালে পাবলিক বাসে যাত্রীদের সংখ্যা গণনাসহ গাইড ব্যবস্থা বসানো হবে , যাতে যাত্রীরা বাসের উঠার আগেই জানতে পারে কোন রুটের বাসের ভীড় কম আর কোন বাসে ভীড় বেশি ।

    অনুমান অনুসারে ২০০৮সালের অলিম্পিক গেমসের সময় বিভিন্ন দেশের খেলোয়াড় , কর্মকর্তা ও পর্যটককসহ মোট ছয় লাখ লোক পেইচিংয়ে আসবেন । অলিম্পিক গেমস চলাকালে বিদেশী খেলোয়াড় ও পর্যটকদের ভালো সেবা দেয়ার জন্য পেইচিং পৌর সরকার নানা ধরনের ব্যবস্থা নেবে এবং নাগরিকদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করবে ।

    লিউ সিয়াও মিন বলেন , অলিম্পিক গেমসের সময় পাবলিক বাসের লাইনের সময়সীমা বাড়ানো হবে এবং অলিম্পিক গেমসের জন্য ৩৪টি বিশেষ লাইন খোলা হবে । এ সব লাইন বিভিন্ন স্টেডিয়াম ও হোটেলগুলোর সঙ্গে যুক্ত থাকবে । তিনি আরো বলেন , অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ে ২৪ ঘন্টার পাবলিক বাসের ব্যবস্থা চালু হবে , এর ফলে দেশবিদেশের পর্যটক ও নাগরিকরা আরো ভালোভাবে বাসে যাতায়াত করতে পারবেন । এ ছাড়া পেইচিংয়ের পাতাল রেল ও ট্যাক্সির সময়ও বাড়ানো হবে ।