পূর্ব এশীয় অঞ্চলের অর্থনীতির বৃদ্ধির হার ২০০৮ সালে ৮ শতাংশে কমে যাবে। ১৩ ডিসেম্বর এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকাশিত "এশিয়ার অর্থনীতির পর্যবেক্ষণ" সংক্রান্ত এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের অর্থ বাজারের অস্থিরতা এবং তেল ও পণ্যদ্রব্যের দাম বাড়ার কারণে পূর্ব এশীয় অঞ্চলের অর্থনীতির বৃদ্ধির গতি শ্লথ হয়ে যাবে।
রিপোর্টে বলা হয়েছে, আঞ্চলিক অর্থনীতির বৃদ্ধির সম্পুরক হিসেবে চলতি বছর চীনের অভ্যন্তরভাগের বৃদ্ধির হার ১১.৪ শতাংশ হবে বলে অনুমাণ করা হচ্ছে। বহুমুখী নিয়ন্ত্রণ অব্যাহত থাকলে ২০০৮ সালে চীনের অভ্যন্তরভাগের অর্থনীতির বৃদ্ধির হার ১০.৫ শতাংশে কমে যাবে। হংকংয়ের অর্থনীতি চলতি বছরের ৬.১ শতাংশ থেকে ২০০৮ সালে ৫.৪ শতাংশে নেমে যাবে বলে অনুমাণ করা হচ্ছে। ২০০৮ সালে আসিয়ানের অর্থনীতির বৃদ্ধির হারও কিছুটা শ্লথ হবে।
এশীয় উন্নয়ন ব্যাংক প্রতি ছ'মাস অন্তর এশিয়ার অর্থনীতির ওপর পর্যবেক্ষণ রিপোর্ট প্রকাশ করে থাকে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে রয়েছে, আসিয়ানের দশটি দেশসহ দক্ষিণ কোরিয়া, তাইওয়ান প্রণালীর দু'পার এবং হংকংকে। আসিয়ানের দশ'টি দেশের মধ্যে রয়েছে: ব্রুনেই, কম্পুচিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। (লিলি)
|