রাশিয়া আশা করে, যত তাড়াতাড়ি সম্ভব ইরানের পরমাণু সমস্যার সমাধান করা যাবে। ১৩ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোত্তাকির সঙ্গে সাক্ষাত্কালে এ কথা বলেন।
অন্য এক খবরে প্রকাশ, লাভরোভ জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু সমস্যা 'পরমাণু অবিস্তার চুক্তি' এবং আই এ ই এ অনুযায়ী নীতিগতভাবে সমাধান করা সম্ভব। তিনি বলেন, রাশিয়া আই এ ই এ'র সঙ্গে ইরানের সহযোগিতায় অগ্রগতির বিষয়টি তার মনোযোগ আকৃষ্ট করেছে এবং তিনি আশা করেন, ইরান ও আই এ ই এ'র সহযোগিতা ইরানের পরমাণু সমস্যা সমাধানে সফল বাধা দূর করবে।
এ বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইরান সফরের কথা উল্লেখ করে, লাভরোভ বলেছেন, রাশিয়া ও ইরানের মধ্যেকার সমঝোতা দু'দেশের স্বার্থের অনুকূল এবং তা কার্যকর করা উচিত। (খোং চিয়া চিয়া)
|