১৩ ডিসেম্বর ওয়াশিংটনে গৃহীত মার্কিন প্রতিনিধি পরিষদের একটি বিলে বলা হয়েছে , মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ গোয়েন্দা এজেন্টরা সন্দেহজনক সন্ত্রাসীদের কঠোর শাস্তি দিতে পারবে না।
এ বিলে গোয়েন্দ বিভাগের বিশেষ এজেন্টকে " জেনিভা চুক্তি" এবং মার্কিন স্থলবাহিনীর নতুন নীতি-মালা অনুযায়ী, সন্দেহজনক ব্যক্তিকে কঠোর শাস্তি দেয়া নিষিদ্ধ করা হয়েছে। বিলে ১৯টি ধরণের বিচারের ব্যবস্থা রাখা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে, মানবাধিকার সংস্থা এবং মার্কিন প্রতিনিধি পরিষদ পৃথক পৃথকভাবে সন্দেহজনক ব্যক্তিদের কঠোর শাস্তি দেয়ার ক্ষেত্রে মার্কিন আইন ও আন্তর্জাতিক প্রস্তাব লংঘন করার জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে। তবে বুশ সরকার জানিয়েছে , যুক্তরাষ্ট্র কখনো কাউকে কঠোর শাস্তি দেয়নি।--ওয়াং হাইমান
|