প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আপনারা যে চার জন শিল্পীর কন্ঠে গান শুনতে পাবেন। তারা হলেন রুনা লায়লা, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কুমার শানু এবং আবিদা সুলতানা।
বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ গ্রামের পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের প্রেসিডেন্ট এম.এ.বারিক, লিটন, আয়নাল, রবিন, সজিব, সবুর, পলাশ, মারুফ, তামিম এবং সোনা আমাদের অনুষ্ঠানের রুনা লায়লার কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, তাহলে সবাই একসঙ্গে " আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে"রুনা লায়লার কন্ঠে এই গানটি শুনবো।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার ভ্রাতৃত্ব রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট মো: সাজ্জাদ হোসেন (রিজু) তাঁর চিঠিতে অনুরোধ জানিয়েছেন যে, আমি বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কন্ঠে যে কোন একটি গান শুনতে চাই। আচ্ছা, ভাই, এখন আপনার অনুরোধ পূরণ করছি। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কন্ঠে "আজ এই বৃষ্টির কান্না দেখে" গানটি উপহার দিচ্ছি।
ভারতের পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার শ্রী সমীর কুমার গরাই আমাদের অনুষ্ঠানে কুমার শানুর কন্ঠে "এত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হোলাম যে পার, তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে দেখিনি গো আর"গানটি শুনতে চেয়েছেন। দুঃখিত, ভাই, গানটি আমার হাতে নেই। তাহলে কুমার শানুর গাওয়া আরেকটি গান শুনবো। গানের নাম "এমনই বরষা ছিলো সেদিন"।
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার গাবগাছি গ্রামের বেলকুচি হ্যালো ফ্রেণ্ডস বেতার শ্রোতা সংঘের সভাপতি মো: ওছিয়ার রহমান মিন্টু আমাদের অনুষ্ঠানে আবিদা সুলতানার গাওয়া একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো: সাদা কাগজটার মূল্য কি আছে, যদি তাতে কিছু লেখা না থাকে। গানটি আমার হাতে নেই। এর জন্য দুঃখিত। তাহলে সবাই মিলে আবিদা সুলতানার গাওয়া আরেকটি গান শুনবো। গানের নাম "তুমি চেয়েছিলে"। আশা করি, সবাই পছন্দ করবেন।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানে আপনারা যার যার পছন্দের গানটি শুনতে চাইলে আমাকে চিঠি লিখে জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (লিলি)
|