হেই লোংচিয়াং প্রদেশের ১৩২টি জেলার গ্রামাঞ্চলে বসবাসকারীদের গ্রামাঞ্চলের নতুন সমবায়মূলক চিকিত্সা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এই সংখ্যা প্রায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৮শ। অংশ গ্রহণের হার ৯২.১২ শতাংশে দাঁড়িয়েছে।
*গত দু'বছরের মধ্যে শানতোং প্রদেশ গ্রামাঞ্চলে ব্যাপকভাবে মিথেন গ্যাস উত্পাদনের ব্যবস্থা করছে। সারা প্রদেশে মোট ১০ লাখ মিথেন গ্যাসের ডোবা নির্মিত হয়েছে। ফলে প্রতি বছর কৃষকদের প্রায় ৫৬ কোটি ২০ লাখ ইউয়ান রেনমিনপি আয় বেড়েছে ও জীবন-যাত্রার ব্যয় কমেছে। এর ফলে প্রতি বছর প্রায় ২০ লাখ টন কার্বন ডাইঅক্সাইডের নিঃসরনও কমে গেছে।
মিথেন ডোবা নির্মাণের মাধ্যমে গ্রামাঞ্চলের ময়লা ও অপরিচ্ছন্ন সমস্যার সমাধান হয়েছে।
* ২১ শতাব্দীতে প্রবেশের পর চীনের গ্রামাঞ্চলে দরিদ্র লোকের সংখ্যা প্রতি বছর ১৭ লাখেরও বেশী করে কমছে। দারিদ্র্য বিমোচনের গতি স্পষ্টভাবেই দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন দপ্তরের মহা-পরিচালক ফান সিওসিয়ান দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং শহরে অনুষ্ঠিত একটি সেমিনারে এ কথা জানিয়েছেন। (লিলি)
|