শ্রোতা বন্ধুরা, প্রতিযোগিতার বন্ধোবস্ত অনুযায়ী, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর কোনো কোনো প্রতিযোগিতা পেইচিং শহরের বাইরেও আয়োজন করা হবে । তখন চীনের থিয়ানজিন , ছিনহুয়াংদাও, সাংহাই ও শেনইয়াং শহরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। হসমানশীপ প্রতিযোগিতার সমস্ত প্রতিযোগিতা হংকংয়ে আয়োজন করা হবে। তা ছাড়া, ছিনদাও শহরে ইয়টিং ও নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করা হবে। এ সব শহরের নাম নিঃসন্দেহে অলিম্পিক গেমসের ইতিহাসে লিপিবদ্ধ করা হবে। এখন উল্লেখিত কয়কটি শহর সম্পর্কে আপনাদের অবহিত করবো।
ইয়টিং ও নৌকাবাইচ প্রতিযোগিতা সাগরে আয়োজনা করতে হয়। চীনের ছিনদাও শহর মহা প্রশান্ত সাগরের পশ্চিম তীরে অবস্থিতি। তার পূর্ব দিকে কোলীয় উপদ্বীপ ও জাপান সাগর। এখানে বায়ু শক্তি ও পানির প্রবাহ স্থিতিশীল বলে আন্তর্জাতিক ইয়টিং ও নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের একটি আদর্শ জায়গা। ছিনদাও শহরের সবর্ত্র সবুজ গাছপালায় আবৃত বলে এই শহরের ফুলের উদ্যানের সুনাম আছে। পেইচিং অলিম্পিক গেমসের সহয়তাকারী শহর নিধারর্ন করার পর ছিনদাও শহরের উন্নয়নের গতি আপনাআপনি দ্রুততর হয়েছে। এ প্রসঙ্গে ছিনদাও শহরের মেযর শিয়া গেন ব্যাখ্যা করে বলেছেন,
পেইচিং অলিম্পিক গেমসের সহায়তাকারী শহর নিধারির্ত হওয়ার পর, সাম্প্রতিক বছরগুলোতে ছিনদাও শহরের অথনীর্তির দ্রুত উন্নতি হয়েছে। অলিম্পিক গেমসের আলোকে আমাদের শহরবাসীদের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। শহরবাসীদের আয় একটানাভাবে বাড়ছে। গত ৪ বছরে শহর ও গ্রামাঞ্চলের আয় যথাক্রমে ১৫.১ ও ১১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে শহরের চাহারায়। পরিসংখ্যাণ অনুযায়ী, ইয়টিং ও নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতিতে ছিনদাও শহর অবকাঠামোর নিমার্ণে প্রায় ২০০০ কোটি ইউয়ান রেন মিন পি বরাদ্দ করেছে। গত ৪ বছরে চিকিত্সা , সংস্কৃতি, পরিবহণ সহ বিভিন্ন ক্ষেত্রে ছিনদাও শহরের অর্থ বরাদ্দ প্রায় ৪০ শতাংশ বেড়েছে। বতর্মানে ছিনদাও শহরের থিয়াটারের নিমার্ণ কাজ (প্রেক্ষাগৃহ) পুরোদমে চলে। শিল্পকলা ভবন, লাইব্রেরি ও সঙ্গীত হলের সংস্কার কাজও পুরোদমে চলছে। অলিম্পিক গেমস চলাকালে সাভাবিক পরিবহণ নিশ্চিত করার জন্যে ছিনদাও শহর গণ পরিবহণের কাজ জোরদার করেছে। বতর্মানে সাগরের ভূগর্ভস্থ সুরঙ্গ ও উপসাগলীয় সেতুর নিমার্ণ কাজ শুরু হয়েছে। ছিনদাও আন্তর্জাতিক বিমান বন্দরের দ্বিতীয় পযার্য়ের সম্প্রাসরণ কাজও চলতি বছরের শেষ দিকে সম্পন্ন হবে। প্রায় এক লাখ শ্রমিক ও প্রকৌশলী এ সব নিমার্ণ কাজে নিয়োজিত হয়েছে।
অলিম্পিক গেমসের ২৮টি বড় ইভেন্টে হসমানশীপ এমন একটি প্রতিযোগিতা যাতে ক্রীড়াবিদ ও ঘোড়ের মধ্যে সামসঞ্জ্য সাপেক্ষ। ২০০৫ সালে শিংগাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১১৭তম পূণার্ঙ্গ অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, পেইচিং অলিম্পিক কমিটি ও আন্তর্জাতিক হসমানশীপ ইউনয়নের মধ্যে হংকং-এর উদ্যোগে ২০০৮ সালের অলিম্পিক গেমসের হসমানশীপ প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে এক মত হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া জগতের কমর্কতার্ মনে করেন, হংকংয়ে ঘোড়সওয়ারীর ইতিহাস শতাধিক। সুতরাং হংকংয়ে হসমানশীপ আয়োজন করা সবচেয়ে ভাল।
এখানে উল্লেখযোগ্য, ঘোড়সওয়ারী হংকংবাসীদের একটি প্রিয় ক্রীড়া ইভেন্ট। প্রত্যেক সপ্তহান্তে এখানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বতর্মানে প্রায় ৩০ শতাংশ হংকংবাসী এই প্রতিযোগিতার অনুরাগী।
১৯৯৭ সালের জুলাই মাসে হংকং ব্রিটেনের ঔপনিক শাসন থেকে ছিন্ন করে মাতৃভূমির কোলে প্রত্যাবর্তন করে। হংকং অলিম্পিক কমিটির চেয়ামান হো জেন ঠিন মনে করেন, হংকংএ অলিম্পিক গেমসের হসমানশীপের আয়োজন করা হংকংএর জন্যে অত্যন্ত তাত্পযপূর্ণ। তিনি বলেন,
হসমানশীপ আয়োজনের মাধ্যমে মাতৃভূমির ওপর হংকংবাসীদের স্বীকৃতি বোধ বাড়বে। আপনরা জানেন যে, একটি সফল অলিম্পিক গেমসের পর গ্রীস তাদের ক্রীড়া মান ও দেশের জাবতীয় শক্তি বাড়িয়ে দিয়েছে। দেশের প্রতি তরুণ-তরুণীদের ভালবাসাও ফুটিয়ে উঠেছে। আমার বিশ্বাস , যদি হংকং সাফল্যজনকভাবে হসমানশীপ আয়োজন করতে পারে তাহলে হংকংয়ের ক্রীড়া মান ব্যাপকভাবে উন্নত হবে। সবচেয়ে তাত্পযপূর্ণ ব্যাপার হলো দেশের প্রতি তুরুণ-তরুণীদের স্বীকৃতি বোধ বাড়বে।
২০০৭ সালের ৭ জুলাই, পেইচিং অলিম্পিক ২০০৮-এর জন্যে হসমানশীপ আয়োজনের প্রতিযোগিতার মাঠ ও প্রশিক্ষণ ব্যবস্থার নিমার্ণ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের আগষ্ট মাসে এই নবনিমির্ত মাঠে হসমানশীপের প্রতিযোগিতা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা এই মাঠের স্থাপনার প্রশংসায় পঞ্চমুখ।
অলিম্পিক গেমসে ফুটবল প্রতিযোগিতার সময় সবচেয়ে দীর্ঘ। প্রতিযোগিতার বন্দোবস্তের সুবিধা অনুযায়ী, অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতা কয়কটি শহরে আলাআলাদাভাবে আয়োজন করা এর আগের কয়কবার অলিম্পিক গেমসের নিয়মিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যেমন ১৯৮৮ সালের সৌল অলিম্পিক গেমসের কয়কটি ফুটবল প্রতিযোগিতা ফুসান সহ অন্যান্য শহরে আয়োজন করা হত। পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর কয়কটি ফুটবল প্রতিযোগিতা সাংতাই, শেনইয়ং , ছিনহুয়াদাও ও থিয়ানজিন শহরে আয়োজন করা হবে। প্রত্যেক শকরে প্রায় দশটি খেলা অনুষ্ঠিত হবে। এক দিকে এটা অলিম্পিক গেমসের প্রতিযোগিতা বন্দোবস্তের প্রয়োজন, অন্য দিকে আরও বেশী চীনা জনগণের অলিম্পিক গেমসের আনন্দের ভাগাভাগির প্রয়োজন।
সুতরাং, অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে এ সব শহর বিরাট উষ্ণতা ব্যক্ত করেছে। সাংহাই চীনের সবচেয়ে সমৃদ্ধ ও সবচেয়ে অথনীর্তির প্রাণশক্তিসম্পন্ন শহরগুলোর অন্যতম। চীনের অথনৈর্তিক বিস্ময় সাংহাই শহরে পুরোপুরি প্রতিফলিত হয়েছে। বিশ্ব অথনীর্তিতে সাংহাইয়ের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন এই শহর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। আন্তর্জাতিক মযার্দা বাড়ানোর পাশাপাশি, আজকের সাংহাই আন্তর্জাতিক ক্রীড়া জগতেও অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেনিসের গুরু কার্প প্রতিযোগিতার চূড়ান্ত ফেলা , এফ ১ বিশ্ব চ্যাম্পীয়নশীপের গ্রাঁ প্রী , ২০০৯ সালের নারী ফুটবল বিশ্ব কার্প, ২০০৭ সালের বিশ্ব গ্রীষ্মকালীণ বিশেষ অলিম্পিক গেমস সাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ২০১১ সালের বিশ্ব সাঁতার প্রতিযোগিতাও সাংহাইয়ে অনুষ্ঠিত হবে। পেইচিং অলিম্পিক গেমসের ৯টি ফুলবল প্রতিযোগিতা সাংহাইয়ে আয়োজন করা হবে। সাংহাইবাসীরা বিশ্বাস করেন, অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতা সহ নানা ধরনের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করা সাংহাইয়ের জন্যে অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, এ সব প্রতিযোগিতার মাধ্যমে সাংহাই তথা গোটা চীনের ভাবমূর্তি পুরোপুরি প্রতিফলিত হতে পারে। সাংহাই শহরের মেয়র হান জেন বলেন,
আমার মনে হয়, একটি উন্মক্ত আন্তর্জাতিক শহর হিসেবে এ সব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে সাংহাইয়ের চীন দেশের সংস্কার ও উন্মুক্তকরণের নতুন ভাবমূর্তি ও সাংহাইয়ের নতুন ভাবমূর্তি প্রদর্শন করা উচিত।
সাংহাইয়ের মতো, থিয়ানজিন, শেনইয়ং ও ছিনহুয়াদাওও ফুটবল প্রতিযোগিতার জন্যে প্রস্তুতিমূলক কাজ চালাচ্ছে। এ সব শহর ২০০৮ সালে বিশ্বের বিভিন্ন স্থানের বন্ধুদের জন্যে চমত্কার নৈপুণ্য ও মনোরম সংস্কৃতি প্রদর্শন করতে চায়।
এতক্ষণ " মহা মিলন ২০০৮----পেইচিং অলিম্পিক গেমস" শিরোনামে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পর্কিত শেষটি প্রতিবেদন শুনলেন। এখন আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো: পেইচিং অলিম্পিক গেমসের ৬টি সহায়তাকারী শহরের নাম কী? উত্তর হলো, হংকং, ছিনদাও, সাংহাই, থিয়ানজিন, শেসইয়াং ও ছিনহুয়াংদাও। দ্বিতীয় প্রশ্ন হলো: হংকংএ পেইচিং অলিম্পিক গেমসের কোন কোন ইভেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হবে? উত্তর হলো, হসমানশীপ।
আজকের মুখোমুখি অনুষ্ঠান এখানে শেষ হলো। আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্যে ধন্যবাদ। ভাল থাকুন , সুস্থ্য থাকুন, আগামী সপ্তাহে আবার কথা হবে।
|