v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-13 19:43:27    
চীন-মার্কিন কৌশলগত অর্থনৈতিক সংলাপ ব্যবস্থা আরো পূর্ণাঙ্গ করা হবে: হু চিনথাও

cri
    পেইচিংয়ে অনুষ্ঠিত চীন-মার্কিন কৌশলগত তৃতীয় অর্থনৈতিক সংলাপে অংশগ্রহণকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি, মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসনের ১৩ ডিসেম্বর চীনের প্রেসিডেন্ট হু চিনথাও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও-এর সঙ্গে সাক্ষাত্ করেছেন।

    সাক্ষাত্কালে হু চিনথাও আশা করেন, দু'দেশের সম্মিলিত চেষ্টার মাধ্যমে চীন-মার্কিন কৌশলগত অর্থনৈতিক সংলাপ ব্যবস্থা পূর্ণাঙ্গ করা হবে। ফলে তা দু'দেশের গঠনমূলক সম্পর্কের উন্নয়নে অনুকূল হবে।

    হু চিনথাও বলেন, চীন-মার্কিন কৌশলগত অর্থনৈতিক সংলাপ এবং বাণিজ্য বিষয়ক যৌথ কমিটিসহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে দু'দেশের পারস্পরিক আস্থা জোরদার এবং বাস্তব সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ প্লাটফর্মে পরিণত হয়েছে।

    তিনি আরো বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মিলিতভাবে দ্বিপক্ষীয় ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যার ব্যাপারে দু'দেশের যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে এবং দু'দেশের অভিন্ন স্বার্থ সংরক্ষণে ইচ্ছুক। দু'দেশের গঠনমূলক সহযোগিতার সম্পর্কে নতুন অগ্রগতি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    ওয়েন চিয়াপাও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত বিশ্বায়নের সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবেলা করা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করা, অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা এবং অর্থনীতির বিশ্বায়নে ভারসাম্যমূলক ও কল্যাণকর দিকে এগিয়ে যাওয়া।

    এ সময় পলসন বলেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং চীনের প্রেসিডেন্ট হু চিনথাও যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত অর্থনৈতিক সংলাপের জন্য গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ করেছেন। যুক্তরাষ্ট্র ইতিবাচক সাফল্য অর্জনের জন্য সংলাপকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাবে। (লিলি)