সুদানের সরকার বিরোধী গ্রুপ সম্প্রতি চীনা নিয়ন্ত্রিত একটি তেল ক্ষেত্রের ওপর আঘাত হেনেছে। ১৩ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং সুদানের সরকার কার্যকর ব্যবস্থা নিয়ে সুদানে চীনের সংস্থা ও চীনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীন সরকারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
১১ ডিসেম্বর এই হামলা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।
তিনি জোর দিয়ে বলেন, চীন ও সুদানের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, পারস্পরিক সম্মান ও অভিন্ন উন্নয়নের ভিত্তিতে প্রতিষ্ঠিত। চীনের সহযোগিতা সুদানের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি সুদানী জনগণের জন্য কল্যাণকরও হয়েছে। চীনের শিল্পপ্রতিষ্ঠান স্থানীয় গণ কল্যাণমূলক ক্ষেত্রে অংশ নিয়ে, সুদানের অর্থনীতি ও সমাজের উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে। এ কারণে সুদানে চীনের সংস্থা ও জনগণের নিরাপত্তার ওপর যে কোন হুমকি গ্রহণযোগ্য নয়। (খোং চিয়া চিয়া)
|