ইরান সফররত মিসরের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন দিরার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনোছের মোত্তাকির মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে।
১২ ডিসেম্বর ইরানের ইরনা বার্তা সংস্থার সূত্রে এ খবর পাওয়া গেছে।
এটি হচ্ছে ১৯৮০ সালে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর একটি উচ্চ পর্যায়ের বৈঠক।
খবরে প্রকাশ, তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন। উভয়েই মনে করেন, বর্তমানের বৈঠক হচ্ছে গঠনমূলক এবং এ বৈঠক অব্যাহত থাকবে। বৈঠকে দিরার মনোছের মোত্তাকির কাছে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আব্দুল ঘেইটের একটি চিঠি হস্তান্তর করেন। (লিলি)
|