v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-13 19:05:51    
চিয়াংসু প্রদেশ সমন্বিত আঞ্চলিক  উন্নয়নের নতুন পদ্ধতি অন্বেষণ করছে

cri
    পূর্ব চীনের চিয়াংসু প্রদেশ হল চীনের অপেক্ষাকৃত অন্যতমশিল্পোন্নত প্রদেশ। তবে ঐতিহাসিক ও প্রাকৃতিক কারণে এ প্রদেশের বিভিন্ন অঞ্চলগুলোর মধ্যে উন্নয়নের ব্যবধান অনেক বেশি । এ প্রদেশের সুপেই অঞ্চলের আয়তন গোটা প্রদেশের মোট আয়তনের অর্ধেকের বেশি । লোকসংখ্যা পাঁচ ভাগের দুই ভাগ । কিন্তু এ অঞ্চলের জি ডি পি প্রদেশের মোট জি ডি পির মাত্র পাঁচ ভাগের এক ভাগ । এ জন্য চিয়াংসু প্রাদেশিক সরকার প্রদেশের বিভিন্ন অঞ্চলগুলোর মধ্যে সামঞ্জস্যময় উন্নয়নের নতুন পথ অন্বেষণের চেষ্টা করেছে । প্রাদেশিক সরকার প্রদেশেরশিল্পোন্নত অঞ্চল ও অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলগুলোর সমন্বয়ে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে সুপেই অঞ্চলের অর্থনীতি উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে এবং ইতোমধ্যেই কিছুটা সুফল পেয়েছে ।

    চিয়াং সু প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত সুছিয়েন শহর একটি ছোট শহর । সুছিয়েন ও চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিং শহরের মধ্যেকার দূরত্ব ৩১০ কিলোমিটার । ২০০৬ সালের শেষ দিকে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করার জন্য সুছিয়েন শহর শিল্পোন্নত শহর সুচৌয়ের সঙ্গে সহযোগিতা করে সুছিয়েন শহরে একটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করেছে । এ শিল্প অঞ্চলের মোট আয়তন ১৩.৬ বর্গকিলোমিটার । দুটি শহর শিল্পাঞ্চলের জন্য মোট ৩০ কোটি ইউয়ান বিনিয়োগ করেছে । সুছিয়েন শহরের সহকারী মেয়র ও সুছিয়েন শিল্পাঞ্চলের পরিচালনা কমিটির প্রধান সেন সিয়াও ইং বলেন , শিল্পাঞ্চলটি সুচৌয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করেছে এবং উত্পাদনের ক্ষেত্রেনির্ধারণ করেছে । তিনি বলেন , সুছিয়েনের শিল্পাঞ্চলে বৈদ্যুতিক শিল্প , যন্ত্রপাতি তৈরী , নতুন জ্বালানী ও উত্পাদনেরনতুন উপকরণ সংক্রান্ত শিল্পপ্রতিষ্ঠান রয়েছে । এ সব শিল্প সুপেই অঞ্চলে এর আগে ছিল না ।

    সুন সিয়াও ইং বলেন , সু ছিয়েন শহরের ঐতিহ্যিক শিল্প হলো জামা -কাপড় ও খাবার তৈরী । শিল্পাঞ্চলে বৈদ্যুতিক শিল্প ও যন্ত্রপাতি তৈরী শিল্প প্রতিষ্ঠার জন্য আমরা সুচৌয়ের শিল্পাঞ্চলগুলোর সাহায্য পেয়েছি । সু ছিয়েন শহরের যাতায়াত ব্যবস্থা ভাল ও শ্রমশক্তি পর্যাপ্ত। সেন সিয়াও ইং সুচৌ শহরের অভিজ্ঞতা নিয়ে সু ছিয়েনের যাতায়াত ব্যবস্থা ও শ্রমশক্তির প্রাধান্যকে কাজে লাগিয়ে সুছিয়েন শহরের অর্থনৈতিক উন্নয়নকে আরো তরান্বিত করতে চান।

    সুছিয়েনর শিল্পাঞ্চলকে সাহায্য ও সমর্থন করার জন্য সুচৌ শহর বিপুল পরিমান পুঁজি বিনিয়োগের পাশাপাশি ত্রিশজন অভিজ্ঞ পরিচালন কর্মকর্তা সুছিয়েনে পাঠিয়েছে । সু ছিয়েনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে এবং ব্যবসায়ীদের সু ছিয়েন শহরে পুঁজি বিনিয়োগ করতে উত্সাহ দিচ্ছে। সুচৌ শিল্প অঞ্চলের পরিচালনা কমিটির উপপ্রধান কু ইয়ু কুই বলেন , ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের সময় আমি তাদেরকে সুছিয়েন শহরে বিনিয়োগে উত্সাহ দিয়েছি এবং তাদেরকে এ বলে প্রতিশ্রুতি দিয়েছি যে তারা সু ছিয়েনেও সুচৌয়ের মতোই পরিসেবা পাবে ।

    শিল্প উন্নত করার পাশাপাশি সু ছিয়েন শিল্পাঞ্চল পরিবেশ সংরক্ষণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে । এ সম্পর্কে সেন সিয়াও ইং বলেন , উন্নয়নের সঙ্গে সঙ্গে সুছিয়েনের মনোরম দৃশ্য ও পরিবেশ রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি । শিল্পাঞ্চলে দুষিত পানি প্রক্রিয়াকরণ কারখানা চালু হচ্ছে । যে সব প্রকল্পের দুষণ বেশি এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা পর্যাপ্ত নয় , সেসব প্রকল্পকে শিল্পাঞ্চল স্থাপন করতে দেয়া হবে না ।

    সুছিয়ন ও সুচৌ শহরের সহযোগিতা ফলপ্রসু হয়েছে । সুচৌয়ের অনেক শিল্পপ্রতিষ্ঠান সুছিয়েন শহরে স্থানান্তরিত হয়েছে । গত অক্টোবর মাস পর্যন্ত সুচৌ শহরের ২৭০টি প্রকল্প সুছিয়েনে স্থানান্তরিত হয়েছে । এসব প্রকল্পের প্রত্যেকটির বিনিয়োগ ৫০ লাখ ইউয়ানের বেশি । এ সব প্রকল্পের মোট আর্থিক পরিমান ১৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে । জানা গেছে , চিয়াংসু প্রদেশের উত্তরাঞ্চলের অন্য শহরও দক্ষিনাঞ্চলের শিল্পোন্নত শহরগুলোর সঙ্গে সহযোগিতার প্রচেষ্টা চালাচ্ছে ।