১৩ ডিসেম্বর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যের একটি যাত্রীবাহী রেলগাড়িতে বোমার বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে ৫ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।
স্থানীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতের তথ্য মাধ্যমে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লীগামী এই দ্রুত গতিসম্পন্ন রেলগাড়িটির আসাম রাজ্যের ডিব্রুগড় জেলা থেকে ছেড়ে যাবার পর। আসাম রাজ্যের রাজধানী গৌহাটির পূর্বাঞ্চলে গোলাহাট জেলার ভেতর দিয়ে যাওয়ার সময় গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। গাড়িতে এ সময় আট'শরও বেশী যাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্ত দেখা গেছে, রেলগাড়িটির সুটকেস রাখা বগিতে বোমার বিস্ফোরণ ঘটে। (লিলি)
|