এ বছর সালফারডাই-অক্সাইড এবং সি ও ডি'র নিঃসরন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রথমবারের মত কমেছে।
চীনের জাতীয় পরিবেশ ব্যুরোর মহাপরিচালক চৌ শেং সিয়ান ১৩ ডিসেম্বর চীন-মার্কিন কৌশলগত তৃতীয় অর্থনৈতিক সংলাপকালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ এ কথা বলেন।
তিনি বলেন, এ বছরের প্রথম ৯ মাসে চীনের সালফারডাই-অক্সাইডের নিঃসরন গত বছরের একই সময়ের চেয়ে ১.৮১ শতাংশ কম। সি ও ডির পরিমানও ০.২৮ শতাংশ কম। তিনি বলেন, এই সাফল্য একটি দূর্লভ ব্যাপার।
তিনি আরো বলেন, ভবিষ্যতে চীন পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা আরো পূর্ণাঙ্গ করবে। যাতে আইনের মাধ্যমে বাধ্যবাধকতা সৃষ্টি ও উত্সাহিত করার ব্যবস্থা গড়ে তুলে শিল্পপ্রতিষ্ঠানের সামাজিক দায়িত্বকে জোরদার করা যায়।
চৌ শেং সিয়ান আরো বলেন, পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগ অভিন্ন। সংলাপকালে দু'পক্ষ উত্থাপিত প্রস্তাব সম্পর্কে একমত হয়েছে। (খোং জিয়া জিয়া)
|