বাংলাদেশের ঘূর্নিঝড় পরবর্তি পুনর্গঠন কাজে ১.৮০৮ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের একজন কর্মকর্তা ১২ ডিসেম্বর বাংলাদেশে কর্মরত দাতাসংস্থা ও দেশের সমন্বয়ে গঠিত লোকাল কনসালটেটিভ গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে এক সম্মেলনে এ কথা বলেন। তিনি প্রতিনিধিদেরকে পুনর্গঠনের সার্বিক অবস্থা অবহিত করেছেন। সম্মেলনের পর অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক যোগাযোগ বিভাগের সচিব তথ্য মাধ্যমকে জানিয়েছেন, প্রথমে বাংলাদেশ দুর্যোগে গুরুতরভাবে ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনে ১৮০ কোটি মার্কিন ডলার এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণে ৪৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন হবে। (খোং চিয়া চিয়া)
|