২০০৭ সালে বিশ্বের অর্থনীতির সঙ্গে চীনের পারষ্পরিক নির্ভরতা আরও গভীর হয়েছে। বিশ্বজুড়ে জি ডি পির বৃদ্ধির ক্ষেত্রে চীনের অবদানের হার দ্রুত গতিতে বেড়েছে। ঘনঘন উচ্চ পর্যায়ের সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে এবং বিষয়বস্তু বৈচিত্রময় হয়ে উঠেছে। এখন চীন বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের পরিচালিকায় পরিণত হচ্ছে।
বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভূক্তির ছ' বছর পর চীনের অর্থনীতি ক্রমেই বিশ্ব অর্থনীতির সঙ্গে একাত্ম যাচ্ছে। সংশ্লিষ্ট উপাত্ত অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে চীনের বৈদেশিক বাণিজ্যের বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিদেশী পুঁজির প্রয়োগ স্থিতিশীলভাবেবৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি বৈদেশিক পুঁজিকে কাজে লাগানোর গুণগতমানের উন্নতি হয়েছে। হাইটেক উত্পাদন শিল্প , গবেষণার ক্ষেত্র, অত্যাধুনিক পণ্য তৈরী ও পরিবেশ সংরক্ষণ শিল্পে বিদেশী ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগের অনুপাত আগের চেয়ে বেড়েছে। বতর্মানে চীনের ৩০ হাজারেরও বেশী বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গেব্যবসা চালু করছে। ১৬০টিরও বেশী দেশ ও অঞ্চলে চীনের শিল্প-প্রতিষ্ঠানের পুঁজিবিনিয়োগ রয়েছে।
|