১২ ডিসেম্বর দুপুরে জরুজালেমে ফিলিস্তিন ও ইসরাইলের প্রতিনিধিগণ চিরস্থায়ী শান্তি চুক্তির বিষয় নিয়ে সাত বছর ধরে চলতে থাকা প্রথম আনুষ্ঠানিক আলোচনা শেষ করেছেন।
আলোচনা শেষে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যারি মেকেল বলেন, আগামী দু'সপ্তাহে নতুন বৈঠক করার পরিকল্পনা ছাড়া আর কোনো বিষয়ে তারা একমত হয় নি। বৈঠক শেষে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি জোর দিয়ে বলেন, প্রথমতঃ ইসরাইলের নিরাপত্তা সমস্যার সমাধান করা উচিত।
ফিলিস্তিনের প্রধান আলোচনা প্রতিনিধি সায়ীব এরেকাত সম্প্রতি ইসরাইলের পূর্ব জরুজালেমে আবাসিক এলাকা নির্মাণ করার দরপত্র আহ্বানে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শান্তি প্রক্রিয়া বজায় রাখতে চাইলে ইসরাইল সরকারের উচিত উপরোক্ত পরিকল্পনা বাতিল করা ।(লিলু)
|