 ১২ ডিসেম্বর আলজেরিয়ায় বোমা বিস্ফোরণের ব্যাপারে সাংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময়, চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং তার তীব্র নিন্দা করেছেন।

তিনি বলেন, চীন সরকার আলজিয়ার্সে সন্ত্রাসী বোমা হামলার তীব্র নিন্দা করেছে এবং চীনা নাগরিকসহ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে। চীন দৃঢ়ভাবে যে কোন ধরনের সন্ত্রাসের বিরোধিতা করে এবং আলজেরিয়া সরকারের সন্ত্রাস দমনকে দৃঢ়ভাবে সমর্থন করে। (খোং চিয়া চিয়া)

|