২০০৭ সালের অক্টোবর পর্যন্ত চীনের ৯২ শতাংশ মহকুমায় ব্রডব্যান্ড চালু হয়েছে। এর পাশাপাশি টেলিফোন ব্যবহারকারী গ্রামের সংখ্যাও ৯৯ শতাংশ ছাড়িয়ে গেছে।
চীনের তথ্য মন্ত্রী ওয়াং সুইতোং ১১ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের শহরের তথ্যায়নের উন্নয়ন খুব ফলপ্রসূ। কিন্তু গ্রামাঞ্চলে তথ্যায়নের কাজ কিছুটা শ্লথ হয়ে পড়েছে। শহরের সঙ্গে গ্রামের ব্যবধান কমানো এবং গ্রামাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন দ্রুততর করার জন্য গ্রামাঞ্চলের তথ্যায়নকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। খ
এক খবরে জানা গেছে, ২০০৬- ২০১০ সালের পরিকল্পনা অনুযায়ী চীনের গ্রামাঞ্চলের টেলিযোগাযোগের লক্ষ্য অনুযায়ী "প্রতিটি গ্রামে টেলিফোন ব্যবহার এবং প্রতিটি মহকুমায় ইন্টারনেট পাওয়া যাবে"। (লিলি)
|