চীন-মার্কিন যৌথ বাণিজ্য কমিটির অষ্টাদশ অধিবেশনে অংশগ্রহণকারী দু'দেশের কর্মকর্তারা ১১ ডিসেম্বর পেইচিংয়ে ১৪টি সহযোগিতা চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষর করেছেন ।
খবরে প্রকাশ , এ সব চুক্তি ও স্মারকলিপি হাইটেক শিল্পে বাণিজ্যিক সহযোগিতা , খাদ্য ও পশু খাদ্য এবং ওষুধ ও চিকিত্সা সরঞ্জামের নিরাপত্তা , জ্বালানী সাশ্রয় ও পরিবেশ রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত ।
চীনের উপপ্রধান মন্ত্রী উ ই বলেন , এবারের অধিবেশনে অর্জিত সাফল্যে সমতা ও সংলাপের ভিত্তিতে আর্থ-বাণিজ্যিক সমস্যার সমাধান এবং দু'দেশের সহযোগিতা ত্বরান্বিত করার ব্যাপারে উভয় পক্ষের সদিচ্ছা পুরোপুরিভাবে প্রতিফলিত হয়েছে । (থান ইয়াও খাং)
|