চীন সরকার সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সঙ্গে মিলিতভাবে আরো বেশি কনফুশিয়াস ইনস্টিটিউট গড়ে তুলতে এবং বন্ধুত্ব ও উপলব্ধিকে বাড়াতে ইচ্ছুক ।
১১ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত কনফুশিয়াস ইনস্টিটিউট স্থাপন সংক্রান্ত দ্বিতীয় সম্মেলনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চি লি এ কথা বলেছেন ।
তিনি বলেন , এ পর্যন্ত বিশ্বের ৬৪টি দেশ ও অঞ্চলে ২১০টি কনফুশিয়াস ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে । এ ছাড়াও কনফুশিয়াস ইনস্টিটিউট গড়ে তোলার জন্য আরো ৬১টি দেশের ২ শোটিরও বেশি সংস্থা আবেদন জানিয়েছে । তিনি বলেন , হান ভাষা জনপ্রিয় করে তোলা হচ্ছে কনফুশিয়াস ইনস্টিটিউট স্থাপনের উদ্দেশ্য । ব্যবসা , সংস্কৃতি , পর্যটন ও চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা পদ্ধতিসহ বিভিন্ন ক্ষেত্রের প্রশিক্ষণ কোর্স চালু হওয়ায় শিক্ষার্থীদের হান ভাষা শেখার আগ্রহ বেড়ে যাবে । তিনি আরো বলেন , বিদেশী হান ভাষা শিক্ষকদের প্রশিক্ষণের কাজকর্ম ত্বরান্বিত করার লক্ষ্যে চীন ও সংশ্লিষ্ট দেশের যৌথ উদ্যোগে পাঠ্যপুস্তক রচনা করতে হবে । (থান ইয়াও খাং)
|