দালাই লামা চক্রকে শিগগিরই তথাকথিত স্বধীন তিব্বতের অপপ্রয়াস পরিত্যাগ করতে হবে এবং চীন থেকে তিব্বতকে বিচ্ছিন্ন করার সকল অপচেষ্টা বন্ধ করতে হবে ।
১১ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিংয়ে এ কথা বলেন ।
সম্প্রতি দালাই লামা চক্রের তথাকথিত তিব্বতী নির্বাসিত সরকার একটি রিপোর্ট প্রকাশ করেছে । রিপোর্টে তিব্বতের সমাজ ও পরিবেশের পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে তিব্বতের ব্যাপারে হস্তক্ষেপ না করার দাবি জানানো হয়েছে ।
ছিন কাং বলেন , দালাই লামা চক্রের তথাকথিত তিব্বতী নির্বাসিত সরকারের এ সব বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে চীনের ভূভাগের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তিব্বতকে অস্বীকার করা এবং চীন থেকে তিব্বতকে বিচ্ছিন্ন করে নেয়ার অপচেষ্টার শামীল । তিনি বলেন , তিব্বতে সমাজ , অর্থনীতি ও সংস্কৃতি দ্রুত বিকাশ লাভ করছে । তিব্বতী জনগণ ভবিষ্যতে আরো সচ্ছল হয়ে উঠবে ।(থান ইয়াও খাং)
|