v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-11 19:31:40    
চীন ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ক আরো উন্নয়ন করা দু'দেশের মৌলিক স্বার্থের অনুকূল: হু চিনথাও

cri

    ১১ ডিসেম্বর পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান দাক সোর সঙ্গে সাক্ষাত্কালে বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার অংশীদার হিসেবে সহযোগিতাপূর্ণ সম্পর্কের উন্নয়ন করা দু'দেশের জনগণের অভিন্ন ইচ্ছা। এটা উভয়ের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

    হু চিনথাও বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ১৫ বছরে বিশেষ করে দু'দেশের মধ্যে সহযোগিতার অংশীদারি সম্পর্ক স্থাপনের পর থেকেই দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা এগিয়ে যাচ্ছে এবং সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে। বর্তমানে দু'দেশ গুরুত্বপূর্ণ উন্নয়নের যুগে রয়েছে। চীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্মিলিতভাবে দু'দেশের উন্নয়নের সুষ্ঠু প্রবণতা বজায় রাখতে এবং সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে ইচ্ছুক।

    হান দুক সো বলেন, দক্ষিণ কোরিয়া দু'দেশের অংশীদারিত্বের সম্পর্ককে গভীরতর করার চেষ্টা চালাচ্ছে। দক্ষিণ কোরিয়া চীনের সঙ্গে উত্তর -পূর্ব এশীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি বাস্তবায়নের জন্য অবদান রাখতে ইচ্ছুক। তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চীনের ইতিবাচক ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে।

    এদিন চীনের জাতীয় গণ কংগ্রসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাংকুও হান দাক সোর সঙ্গেও বৈঠক করেছেন। উ পাংকুও বলেন, আইন প্রণয়ন সংস্থার বিনিময় ও সহযোগিতার মাধ্যমে দু'দেশের সহযোগিতার বিষয় আরো বৈচিত্র্যময় হয়েছে। (লিলি)