কয়লার সদ্ব্যবহার বাড়ানো এবং দূষণমুক্ত জ্বালানী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে চীন এবং যুক্তরাষ্ট্রের প্রচুর সুপ্ত শক্তি ও বাণিজ্যিক সুযোগ রয়েছে। জ্বালানী সম্পদের সহযোগিতা হচ্ছে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার নতুন বিষয়।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহা-পরিচালক মা খাই তৃতীয় চীন-মার্কিন কৌশলগত অর্থনৈতিক সংলাপের আগে এক সাক্ষাত্কারে এ কথা বলেন।
মা খাই-এর প্রস্তাব অনুযায়ী দু'দেশের উচিত জ্বালানীর ব্যবহারের ক্ষেত্রে ও জৈব জ্বালানী সম্পর্কে সহযোগিতা চালানো এবং জ্বালানী সম্পদের সহযোগিতার ভবিষ্যত নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা।
তিনি আরো বলেন, চীনের জ্বালানী সম্পদ ও পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা জ্বালানী সম্পদের কাঠামো উন্নয়নে এবং গ্রীনহাউসের নিঃসরন ও পরিবেশের দুষণ কমোনোর ব্যাপারে সহায়ক হবে। যুক্তরাষ্ট্র উন্নত পরিবেশ সংরক্ষণ ও জ্বালানী সাশ্রয়ী প্রযুক্তি পুরোপুরিভাবে ব্যবহার করতে সক্ষম। এ কারণে দু'দেশের কল্যাণ বাস্তবায়ন করা সম্ভব হবে। (লিলি)
|