চীন সরকারের বিশেষ দূত, পররাষ্ট্র উপ-মন্ত্রী ওয়াং ই ১১ ডিসেম্বর থেকে পাকিস্তান সফর শুরু করেছেন।
নিয়মিত এক প্রেস ব্রিফিং-এ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন, চীন ও পাকিস্তান হচ্ছে বন্ধুপ্রতীম প্রতিবেশী। দু'দেশের মধ্যে সব সময় সার্বক্ষনিক যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। সফরকালে, ওয়াং ই পাকিস্তানের প্রেসিডেন্ট ও তত্ত্বাবধায়ক সরকারের নেতাদের সঙ্গে সাক্ষাত্কালে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করবেন। (খোং চিয়া চিয়া)
|