চীন সরকার বিশ্ব মানবাধিকার ঘোষণা অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে একটি ন্যায্য ও সম্প্রীতিমূলকমানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা চালাবে।
জাতিসংঘের জেনেভা দপ্তর এবং সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের প্রতিনিধি রাষ্ট্রদূত লি পাওতোং ১০ ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ষষ্ঠ সম্মেলনে এ কথা বলেন।
মানবাধিকার পরিষদের ষষ্ঠ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে লি পাওতোং বলেন, মানবাধিকার ত্বরান্বিত এবং সুরক্ষা হচ্ছে একটি বিশেষ প্রক্রিয়া। বহু দেশই মানবাধিকার উন্নয়নে বর্তমানে অভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।
তিনি আরো বলেন, চীন মানবাধিকারকে একটি নতুন পর্যায়ে উন্নতি করতে সক্ষম হয়েছে। (লিলি)
|