v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-11 18:59:42    
দ্বিতীয় কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত

cri
    ১১ ডিসেম্বর২০০৭ সালের কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । কনফুসিয়াস ইন্সটিটিউট এমন একটি সংস্থা যেখানে প্রধানতঃ চীনা ভাষা শেখানো হয় । বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে । চীন সরকার বিদেশের চীনা ভাষা অধ্যয়নকারীদের আরো বেশি সুবিধা দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে।

    চীন সরকার ২০০৪ সাল থেকে বিদেশীদের চীনা ভাষা শেখানোর এ প্রতিষ্ঠান স্থাপন করতে শুরু করে এবং চীনের ঐতিহ্যিক সংস্কৃতির প্রতিনিধি কনফুসিয়াসের নামে এ প্রতিষ্ঠানকে কনফুসিয়াস ইন্সটিটিউট হিসেবে নামকরণ করে । ১১ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চি লি বলেন , কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার পর , বিশেষ করে গত এক বছরে দ্রুত অগ্রগতি অর্জিত হয়েছে । তিনি আরো বলেন , গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রথম সম্মেলন অনুষ্ঠানের সময় বিশ্বে মোট ৩৬ দেশ ও অঞ্চলে৮০টি কনফুসিয়াস ইন্সটিটিউট ছিল । গত এক বছরে আরো ১৩০টি কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়েছে । এ ছাড়া বিভিন্ন দেশের আরো দু' শ'টি সংস্থা কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপনের আবেদন জানিয়েছে ।

   ক্যামেরুনের প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট হল এ বছরে প্রতিষ্ঠিত কনফুসিয়াস ইন্সটিটিউটগুলোরঅন্যতম । এ ইন্সটিটিউটের প্রধান জান টাবি মানগা ইন্সটিটিউটটির ভবিষ্যত সম্পর্কে আশাবাদী । তিনি বলেন , আমি বিশ্বাস করি , কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রতিষ্ঠা ক্যামেরুনসহ আফ্রিকান দেশগুলোর জনগণের চীনের ভাষা ও সংস্কৃতি সম্পর্কিত জ্ঞান বাড়াবে এবং ক্যামেরুন ও চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার নতুন পথ খুলে দেবে ।

    জানা গেছে , কনফুসিয়াস ইন্সটিটিউটের আকার ও সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইন্সটিটিউটগুলোতে চীনা ভাষা শেখানোর গুণগত মানও উন্নত হচ্ছে । বিভিন্ন দেশের কনফুসিয়াস ইন্সটিটিউটে বিভিন্ন শ্রেণীর চীনা ভাষা শেখার কোর্স রয়েছে । এ ছাড়া রয়েছে নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচীও ।

অষ্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অষ্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট চীনের চেচিয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করে সুফল পেয়েছে । এ ইন্সটিটিউটের প্রধান গেরি সিগলে বলেন , আমাদের ইন্সটিটিউটের ৪৫জন ছাত্রছাত্রী চেচিয়ান বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিখছে । সেখানের কোর্স শেষ করে ছাত্রছাত্রীরা আবার পেইচিংয়ে কিছু সময় শিখবে । চীনে থাকাকালীন ছাত্রছাত্রীরা চীনের ছাত্রছাত্রীদের সঙ্গে বিনিময় ও মেলামেশার অনেক সুযোগ পেয়েছে ।

    বিভিন্ন দেশের কনফুসিয়াস ইন্সটিটিউট পরিচালনার জন্য চীনে একটি কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে । বিভিন্ন দেশের কনফুসিয়াস ইন্সটিটিউটের পাঠ্যবই ও অডিও-ভিডিও তৈরী এবং চীনা ভাষার শিক্ষক প্রশিক্ষণের জন্য সদর দপ্তর ইতোমধ্য্যই দু' কোটি ৬০ লাখ মার্কিন ডলার ব্যয় করেছে ।

    যদিও কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার প্রবণতা ভালো , তবে এ ক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে । যেমন যোগ্য শিক্ষকের অভাব ও পাঠ্যবই বিভিন্ন দেশের বাস্তব অবস্থার সঙ্গে খাপ খায় না । এ সব সমস্যা সম্পর্কে রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চি লি বলেন , প্রথমে শিখার্থীদের আগ্রহ বাড়ানো এবং তাদের চাহিদা মেটানোর জন্য কনফুসিয়াস ইন্সটিটিউটে ব্যবসা- বাণিজ্য , সংস্কৃতি , পর্যটন , ঐতিহ্যিক চীনা চিকিত্সা পদ্ধতি সম্পর্কিত সংক্ষিপ্ত কোর্স খোলার চেষ্টা করতে হবে । দ্বিতীয়তঃ কনফুসিয়ান ইন্সটিটিউটের সদর দপ্তরকে যোগ্যশিক্ষক পাঠানো , পাঠ্যবই , শিক্ষাপদ্ধতি ও বরাদ্দ বাড়ানো সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করতে হবে আর তৃতীয়তঃ কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষার মান উন্নত করার জোর প্রচেষ্টা চালাতে হবে । স্থানীয় শিক্ষক প্রশিক্ষণের কাজ জোরদার করতে হবে এবং পাঠ্যবই তৈরীতে বিদেশী শিক্ষকের মতামতকে গুরুত্ব দেতে হবে ।