|
 |
(GMT+08:00)
2007-12-11 16:51:53
|
চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বিরোধ সমাধান করতে প্রস্তুত; উ ই
cri
চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধ সমাধানের জন্য চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত। ১১ ডিসেম্বর পেচিংএ আয়োজিত ১৮তম চীন-মার্কিন যৌথবাণিজ্য কমিটিতে চীনের উপ প্রধানমন্ত্রী উ ই এ কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের শুরু থেকে দু'দেশের বাণিজ্য স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দু'দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হয়েছে। চলতি বছর চীন যুক্তরাষ্ট্রের তৃতীয় বড় রফতানিকারী বাজারে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। তা ছাড়া, পরস্পরের পুঁজি বিনিয়োগও বেড়েছে। কিন্তু , আর্থ-বাণিজ্যিক উন্নয়নে দু'পক্ষের মধ্যে বিরোধও বিদ্যমানরয়েছে। যেমন, চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের বিরোধ যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বাড়ছে। আর্থ-বাণিজ্যিক বিষয়কে রাজনীতিকরণের প্রবণতাও অধিক থেকে অধিকতর ষ্পষ্ট হয়ে উঠেছে এবং তথ্য মাধ্যমগুলোতে চীনের পণ্যের গুণগতমানের বিরুদ্ধে প্রচারও বেড়েছে। এ সব কারনে চীনের রফতানিজাত পণ্যও দেশের ভাবমূর্তির ওপর আঘাত বলে বিবেচিত হচ্ছে।
|
|
|